কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার বরিষ্ট নেতা সীতারাম ইয়েচুরির ছেলে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। সীতারাম ইয়েচুরির বড়ো ছেলে আশীষ বৃহস্পতিবার দিন সকালে মারা যান। এই ঘটনায় একের পর এক রাজনৈতিক নেতারা শোক প্রকাশ করেছেন। কংগ্রেস নেতা প্রিয়াঙ্কা গান্ধীও এই ঘটনায় শ্রদ্ধাঞ্জলী জানিয়ে টুইট করেন।
তবে প্রিয়াঙ্কা গান্ধীর টুইটে দু দুবার ভুল পোস্ট করেন। যে কারণে উনাকে টুইট ডিলেট করতে হয় এবং শেষমেষ তিন বারে সঠিক টুইট করেন। প্রিয়াঙ্কা ভাদ্রা/গান্ধীর এমন ভুলের জন্য সোশ্যাল মিডিয়ায় লোকজন উনাকে সংবেদনহীন বলে আক্রমন করেন।
আসলে প্রিয়াঙ্কা গান্ধী যখন প্রথমবার শ্রদ্ধাঞ্জলী দেওয়ার জন্য টুইট করেন তখন CPI(M) নেতা সীতারাম ইয়েচুরির জায়গায় কংগ্রেসের প্রয়াত নেতা সীতারাম কেশরীর নাম লিখেন। জানিয়ে দি, ১৯৯৬-১৯৯৮ সালে কংগ্রেসের সভাপতি থাকা সীতারাম কেশরী ২০০০ সালের অক্টোবর মাসে দেহত্যাগ করেন। বলা হয়, উনাকে ভরা সভায় অপমান করে সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল এবং সোনিয়া গান্ধীকে পদে বসানো হয়েছিল।
The previous one was sitaram kesari
pic.twitter.com/5rjuAuVXRT
— Dr.Strange
(@periyarism001) April 22, 2021
https://platform.twitter.com/widgets.js
দ্বিতীয়বার টুইট করতে গিয়েও প্রিয়াঙ্কা গান্ধী ভুল করে বসেন। দ্বিতীয়বারে কংগ্রেস নেত্রী শ্রদ্ধাঞ্জলী দেন কিন্তু উনি টুইটের আগে প্লিজ টুইট শব্দ যোগ করে দেন। ওই টুইট দেখে অনুমান করা হচ্ছে যে কেউ টুইট করার অনুরোধ করে প্রিয়াঙ্কা গান্ধীকে ম্যাসেজ টেক্স করেন। এরপর প্রিয়াঙ্কা গান্ধী তাড়াহুড়ো করে ‘প্লিজ টুইট’ শব্দ না কেটেই পোস্ট করে বসেন। সোশ্যাল মিডিয়ায় দ্বিতীয় টুইট নিয়ে সমালোচনা শুরু হলে প্রিয়াঙ্কা গান্ধী সেই টুইট ডিলেট করেন এবং সীতারাম ইয়েচুরির পরিবারকে সমবেদনা জানিয়ে তৃতীয় টুইট করেন।
The post সীতারাম ইয়েচুরির ছেলের মৃত্যু, ভুলে সীতারাম কেশরিকে সমবেদনা জানালেন প্রিয়াঙ্কা গান্ধী first appeared on India Rag .
from India Rag https://ift.tt/2Pd8RC5
Bengali News