করোনা ভাইরাসের দ্বিতীয় ওয়েভ শুরু হওয়ায় দেশের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। দেশে মহামারির এমন প্রকোপ দেখে প্রধানমন্ত্রী মোদী সবথেকে বেশি প্রভাবিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে বৈঠকে বসেছিলেন। শুক্রবার দিন উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, কেরল তামিলনাড়ু, গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্রিশগড়, রাজস্থান, পাঞ্জাবের মুখ্যমন্ত্রীদের সাথে বৈঠক সারেন। বৈঠকে অক্সিজেন সংকট ও করোনার সাথে লড়াই করার রণনীতি নিয়ে আলোচনা সম্পন্ন হয়।
তবে এই বৈঠকের সময় দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এমন কান্ড করে বসেন যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা শুরু হয়েছে। আসলে কেজরিওয়াল প্রধানমন্ত্রী মোদীর সাথে হওয়া বৈঠককে লাইভ সম্প্রসারণ করেন। যাতে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠক লাইভ সম্প্রসারণ করার জন্য কেজরিওয়ালকে বাকি সকল মুখ্যমন্ত্রীদের সামনেই ধমক দেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী মোদী বৈঠকের সময় কেজরিওয়ালকে থামিয়ে বলেন, আমাদের প্রটোকলের বিরুদ্ধে কাজ হচ্ছে। কোন মুখ্যমন্ত্রী এমন ইনহাউস মিটিংকে লাইভ টেলিকাস্ট করলে সেটা নিয়মের বিরুদ্ধে। এটা উচিত নয়, আমাদের সব সময় সংযম পালন করা উচিত। এরপর কেজরিওয়াল বলেন, ঠিক আছে স্যার এবার এটা মনে রাখবো। আমার আচরণে কোনো ভুল থাকলে আমি তার জন্য ক্ষমা চাইছি।
Coronavirus: कोरोना बैठक में केजरीवाल ने किया प्रोटोकॉल का उल्लंघन, तो पीएम मोदी ने लगाई फटकार!
updates – https://t.co/dAFqWOE765#COVIDEmergency2021 #CovidIndia #COVID19India @narendramodi @ArvindKejriwal pic.twitter.com/xSUdk88mmf
— Newsroom Post (@NewsroomPostCom) April 23, 2021
https://platform.twitter.com/widgets.js
শুধু এই নয়, কেজরিওয়াল বৈঠকে বলেন প্রধানমন্ত্রী আপনার পরিকল্পনা আছে যে অক্সিজেন এক্সপ্রেস শুরু করার। যাতে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা থেকে অক্সিজেন নিয়ে অন্য রাজ্যে সরবরাহ করা সম্ভব হবে। কেজরিওয়ালের এই মন্তব্যের পাল্টা প্রধানমন্ত্রী মোদী বলেন, এটা আইডিয়া/পরিকল্পনা নয়, এটা শুরু হয়ে গেছে।
"Idea nahin already chal raha hai": PM Modi to Kejriwal (apparently unprepared). pic.twitter.com/gV9jEdWaeP
— Shahcastic – Mota bhai
(@shahcastic) April 23, 2021
https://platform.twitter.com/widgets.js
উল্লেখ্য, প্রধানমন্ত্রী মোদীর কাছে কেজরিওয়ালের ধমক খাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। প্রটোকলের নিয়ম অনুযায়ী প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীদের এই বৈঠককে লাইভ সম্প্রসারণ করার অনুমতি ছিল না। তা সত্ত্বেও কেজরিওয়াল প্রটোকল ভেঙে বৈঠক লাইভ সম্প্রসারণ করেন। আর এতেই ক্ষোভ প্রকাশ করে কেজরিওয়ালকে ধমক দেন প্রধানমন্ত্রী মোদী।
The post ‘ভুল হয়ে গেছে’- প্রধানমন্ত্রী মোদীর কাছে ধমক খাওয়ার পর বললেন অরবিন্দ কেজরিওয়াল first appeared on India Rag .
from India Rag https://ift.tt/2QX1dw0
Bengali News