কোচবিহারঃ তৃতীয় দফার ভোটের পর চতুর্থ দফার ভোটের প্রস্তুতি নিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই সুত্রেই তিনি আজ কোচবিহারে একাধিক সভা করলেন। তিনি কোচবিহারের সভা থেকে একযোগে নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনী এবং বিজেপিকে আক্রমণ করেন। তিনি এও বলেন যে, তিন দফায় ৯০-এর বেশি আসনে ভোট হয়ে গিয়েছে, আর আমরা তাতে জিতছি। তিনি বলেন, প্রথম তিন দফায় বিজেপি আমাদের ধারেকাছে আসতে পারেনি।
তিনি চতুর্থ দফার ভোটের আগে অসমের বর্ডার সিল করার পরামর্শ দেন কমিশনকে। এছাড়াও তিনি ভুটানের বর্ডারও সিল করার দাবি তোলেন। তিনি বলেন, ভুটান আমাদের প্রতিবেশী দেশ, বন্ধু দেশ … তবুও বলব ভুটানের বর্ডার সিল করে দিন। কোচবিহারের আশেপাশে বাংলাদেশের বর্ডারও সিল করার দাবি তোলেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, বাইরে থেকে লোক এসে অশান্তি করতে পারে, তাই সব বর্ডার সিল করুন।
পাশাপাশি মুখ্যমন্ত্রী মহিলাদের পরামর্শ দিয়ে বলেন, সিআরপিএফ যদি গুণ্ডামি করে তাহলে তাঁদের ঘেরাও করে রাখুন। ওদের একদল ঘেরাও করে রাখবেন আর একদল ভোট দিতে যাবেন। নিজেদের ভোট নষ্ট করবেন না। মুখ্যমন্ত্রী বলেন, কোচবিহারকে আমরা হেরিটেজ টাউনের স্বীকৃতি দেব। পঞ্চানন বর্মার নামে একটি বিশ্ববিদ্যালয় করে দিয়েছি। এবারের বাজেটে ২০০ রাজবংশি স্কুলকে স্বীকৃতি দেওয়ার কথা বলেছিল।
মুখ্যমন্ত্রী বলেন, আমি এর আগে যখন কোচবিহারে আসতাম তখন রাস্তার মধ্যে কত গর্ত দেখতাম। এখন শিলিগুড়ি থেকে কোচবিহারে সহজেই আসা যায়। আমরা আরও অনেক রাস্তা করছি। মেচেদা থেকে রাস্তা করছি যা নেপাল, ভুটান। বাংলাদেশের সঙ্গে সংযুক্ত হবে। এই রাস্তার ফলে ব্যবসা, বাণিজ্য বাড়বে। চাকরির সুযোগ বাড়বে। কর্মসংস্থান বাড়বে।
The post সিআরপিএফ-কে ঘিরে ফেলে ভোট দিতে যান! কোচবিহারে বললেন মুখ্যমন্ত্রী first appeared on India Rag .
from India Rag https://ift.tt/3cVwxDX
Bengali News