কবি মুনাওয়ার রাণাকে দিল্লির হাসপাতালে ভর্তি করা হয়েছে। দিল্লির এইমসে মুনাওয়ার রাণাকে ভর্তি করা হয়েছে। উনার মেয়ে জানিয়েছেন যে ইউরিন ইনফেকশনের কারণে তার বাবার শরীর বিগত কিছুদিনে খুবই অসুস্থ হয়ে পড়েছে। প্রথমে উনাকে উত্তরপ্রদেশের এক লক্ষণউতে ভর্তি করা হয়েছিল। সেখানে উনার চিকিৎসার পর শারীরিক উন্নতি হয়নি। যারপর মুনাওয়ার রাণাকে AIIMS তে ভর্তি করা হয়।
প্রাপ্ত খবর অনুযায়ী, মুনাওয়ার রাণা খুবই সংকটজনক অবস্থায় রয়েছেন। তাই প্রতি মুহূর্তে চিকিৎসকরা উনার দেখাশোনা করছেন। জানা গেছে ৬৮ বর্ষীয় মুনাওয়ার রাণাকে গলার ক্যান্সারে ভুগছেন। ২০১৭ সালে উনার বুকে যন্ত্রণার খবর সামনে এসেছিল। উনার ফুসফুস ও গলায় ইনফেকশন হয়েছিল।
শুধু এই নয় রানার হাঁটুর চিকিৎসা চলছে। বিগত ৭ বছরে বহুবার উনার হাঁটুর অপারেশন হয়েছে। তা সত্ত্বেও উনি ঠিকঠাক চলতে ফিরতে পারেন না। ২০১৪ সালে উনি সাহিত্য একাডেমি পুরস্কার দ্বারা সম্মানিত হয়েছিলেন।
যদিও সম্প্রতি সময়ে মুনাওয়ার রাণা নিজের কবিতা না সাইরীর থেকে মোদী সরকারের সমালোচনার জন্য বেশি চর্চায় ছিলেন। হিন্দুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর অভিযোগও উঠেছে মুনাওয়ার রাণার বিরুদ্ধে। শুধু এই নয়, ফ্রান্সে শিক্ষক হত্যার ঘটনাকে খোলাখুলি সমর্থন করেছিলেন মুনাওয়ার রাণা।
The post হিন্দুদের বিরুদ্ধে ঘৃনা ছড়ানোর জন্য কুখ্যাত কবি মুনাওয়ার রাণা হাসপাতালে ভর্তি, অবস্থা সংকটজনক first appeared on India Rag .
from India Rag https://ift.tt/3dwKvvc
Bengali News