গাজিয়াবাদঃ দেশজুড়ে করোনা মহামারীর মধ্যে গাজিয়াবাদ ইন্দিরাপুরমের একটি গুরদ্বারের তরফ থেকে অক্সিজেনের অভাবে ভোগা করোনা রোগীদের সাহায্যের জন্য এক সুন্দর পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে। গুরুদ্বারের তরফ থেকে অক্সিজেন লঙ্গর শুরু করা হয়েছে।করোনার সংক্রমণের মধ্যে যখন দেশজুড়ে অক্সিজেনের অভাব দেখা গিয়েছে, তখন করোনায় আক্রান্ত রোগীদের সাহায্যের জন্য গাজিয়াবাদের গুরুদ্বার এই মানবিক পরিষেবা শুরু করেছে।
অক্সিজেনের অভাবে ভোগা রোগীদের জন্য গুরুদ্বার সাহিবের তরফ থেকে একটি হেল্পলাইন নম্বরও জারি করা হয়েছে। গুরুদ্বার সাহিবের কর্তৃপক্ষ অনুযায়ী, যারাই এই হেল্পলাইনে ফোন করে, তাঁদের একটি গাড়ি করে অক্সিজেন পাঠিয়ে দেওয়া হয়। কর্তৃপক্ষ জানায়, রোগী যতক্ষণ না হাসপাতালে ভর্তি হচ্ছেন, ততক্ষণ তাঁদের অক্সিজেন সাপ্লাই করা হচ্ছে।
দেশে অক্সিজেনের অভাব দূর করার জন্য যুদ্ধস্তরিয় ভাবে কাজ করা হচ্ছে। ভারতীয় বায়ুসেনা বিমানের মাধ্যমে বড়বড় অকিসজেন ট্যাঙ্কার এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে। আরেকদিকে, ভারতীয় রেলও অক্সিজেন এক্সপ্রেস চালাচ্ছে।
The post গুরুদ্বারের অনন্য পরিষেবা, রোগীদের জন্য চালু করল ‘অক্সিজেন লঙ্গর” first appeared on India Rag .
from India Rag https://ift.tt/3sKfoSt
Bengali News