কলকাতাঃ চতুর্থ দফার নির্বাচনের আগে আরেকটি কড়া পদক্ষেপ নিল কমিশন। রাজ্যে তিন দফার নির্বাচনে বিভিন্ন জায়গা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর সামনে এসেছে। তবে মোটের উপর শান্তিতেই কেটেছে নির্বাচন। আরেকদিকে, প্রথম তিন দফায় পাহাড় প্রমাণ অভিযোগ জমা পাওয়ার পর পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবেকে আজ দিল্লীতে ডেকে পাঠায় নির্বাচন কমিশন।
আর এরপরই সন্ধ্যের দিকে বড় সিদ্ধান্ত নেওয়া হল কমিশনের তরফ থেকে। চতুর্থ দফার নির্বাচনের আগে দক্ষিণ দিনাজপুর এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানের জেলা শাসককে সরিয়ে দিল কমিশন। এছাড়াও কলকাতার রিজেন্ট পার্ক এবং বাঁশদ্রোণী থানার ওসিকেও সরিয়ে দিল কমিশন।
Election Commission of India transfers District Election Officers of Dakshin Dinajpur, Purba Bardhaman and Paschim Bardhaman.#WestBengalElections pic.twitter.com/7h55D5MkPW
— ANI (@ANI) April 7, 2021
https://platform.twitter.com/widgets.js
এই প্রথম না যে নির্বাচনের আগে আধিকারিকদের সরাল কমিশন। নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার পর থেকে রাজ্য পুলিশ এবং প্রশাসকদের বদলির পালা চলছেই। এমনকি ডিজি, এডিজি ছাড়াও রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ পুরকায়স্থকেও সরিয়ে দিয়েছে কমিশন।
আট দফার নির্বাচনের মধ্যে তিন দফার ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আগামী ১০ এপ্রিল চতুর্থ দফার নির্বাচন হতে চলেছে। আর চতুর্থ দফার নির্বাচনের আগে কমিশনের তরফ থেকে প্রশাসনিক কর্তাকে পাল্টে ফেলা হল।
The post চতুর্থ দফার ভোটের আগে আরেকটি বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের first appeared on India Rag .
from India Rag https://ift.tt/3fNA35d
Bengali News