নয়া দিল্লীঃ দেশেজুড়ে বেড়ে চলা করোনার প্রভাবের মধ্যেই সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির বড় ছেলে আশিস ইয়েচুরি করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত হলেন। আজ সকাল ৬টা নাগাদ গুরুগ্রামের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি নিজেই টুইট করে এই কথা জানিয়েছেন।
করোনায় আক্রান্ত হওয়ার পর বেশকিছুদিন ধরেও অসুস্থ ছিলেন সীতারাম ইয়েচুরির বড় ছেলে আশিস। প্রথমে তাঁকে গুরুগ্রামের একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল, সেখানে থেকে তাঁকে স্থানান্তরিত করে মেদান্ত হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। কিন্তু শেষ রক্ষা হল না। অবশেষে বৃহস্পতিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে আশিস।
সীতারাম ইয়েচুরি টুইট করে লেখেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আজ সকালে আমার বড় ছেলে আশিসকে হারালাম আমরা। চিকিৎসকদের ধন্যবাদ জানাই তাঁর চিকিৎসা করার জন্য। যেসকল চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, নার্স এবং অন্যান্যরা আমাদের পাশে দাঁড়িয়েছেন, তাঁদের সবাইকে ধন্যবাদ জানাই।
The post কোভিডে মৃত্যু হল বড় ছেলের, টুইট করে ডাক্তারদের ধন্যবাদ জানালেন বাবা সীতারাম ইয়েচুরি first appeared on India Rag .
from India Rag https://ift.tt/2QHlUw2
Bengali News