চাকুলিয়ায়ঃ রবিবার রাত থেকে নিখোঁজ থাকার পর সোমবার বিজেপির কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হওয়ার পর এলাকায় চাঞ্চল্য ছড়ায়। উত্তর দিনাজপুরের চাকুলিয়া বিধানসভা কেন্দ্রে সত্যজিৎ সিংহ নামের এক বিজেপি কর্মীর দেহ উদ্ধার হওয়ার পর গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বিজেপির তরফ থেকে এই ঘটনার জন্য তৃণমূলকে দায়ি করা হয়েছে। যদিও তৃণমূল সমস্ত অভিযোগ অস্বীকার করেছে।
নিহত বিজেপি কর্মী সত্যজিৎ সিংয়ের মা জয়ন্তীদেবী বলেন, রবিবার থেকেই নিখোঁজ ছিল সত্যজিৎ। সারারাত খোঁজাখুঁজি করেও মেলেনি হদিশ। সোমবার সকাল বেলায় আবারও সত্যজিৎ-এর খোঁজ শুরু হয়। বেলার দিকে গ্রামের পাশের একটি মাঠের গাছে তাঁর ঝুলন্ত দেহ দেখে গ্রামের লোক। এরপরই এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়।
নিহত বিজেপি কর্মীর মা বলেন, ‘ছেলের আগ্যে অনেক আঘাতের চিহ্ন ছিল। ওঁকে কেউ মেরে ঝুলিয়ে দিয়েছে।” এই ঘটনা প্রকাশ্যে আসার পর চাকুলিয়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শচীন প্রসাদ বলেন, ‘তৃণমূল এলাকায় সন্ত্রাসের আবহ সৃষ্টি করতেই এই কাজ করছে। তাঁরা ভয় দেখিয়ে ভোট নিতে চাইছে। এখানে ওদের পায়ের তলা থেকে মাটি সরে গেছে।”
এই ঘটনায় রায়গঞ্জের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী বলেন, ‘মুখ্যমন্ত্রী যেই খেলা হওয়ার কথা বলছেন, এটাই সেই খেলা। তবে এভাবে বিজেপিকে থামানো যাবেনা।” এই ঘটনায় চাকুলিয়ার তৃণমূল সভাপতি মহম্মদ শ্বেতাবুদ্দিন বলেন, বিজেপি আমাদের নামে মিথ্যে অভিযোগ করছে। ওই যুবক পারিবারিক সমস্যার কারণেই হয়ত এই পথ বেছে নিয়েছে। আমাদের এতে কোনও হাত নেই।
The post নির্বাচনের আগের দিন উদ্ধার বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ, অভিযোগের তির তৃণমূলের দিকে first appeared on India Rag .
from India Rag https://ift.tt/2PAb8aK
Bengali News