-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

হিন্দু ধর্মগুরু নরসিংহানন্দ সরস্বতীর গলা, জীব কেটে ফেলার হুমকি দিলেন AAP বিধায়ক আমানতুল্লাহ খান

- April 03, 2021


আম আদমি পার্টির বিধায়ক আমানতুল্লাহ খান এক হিন্দু সন্ন্যাসীর গলা ও জীব কাটার হুমকি দিয়েছে। ভারতবর্ষে কট্টরপন্থীদের জেহাদের বিরুদ্ধে আওয়াজ তোলা সন্ন্যাসী নরসিংহানন্দ সরস্বতীর গলা কাটার ডাক দিয়েছে AAP বিধায়ক। জানিয়ে দি, নরসিংহানন্দ সরস্বতী ডাসনা দেবী মন্দিরের মুখ্য পুজারী। একই সাথে বিশ্বব্যাপী ইসলামিক কট্টরপন্থীদের জেহাদের বিরুদ্ধে আওয়াজ তোলার জন্য খ্যাত নরসিংহানন্দ সরস্বতী মহারাজ।

আমানতুল্লাহ খান এক ভিডিও শেয়ার করে বলেছেন যে, নবী মহম্মদকে অপমান করার জন্য তার গলা ও জীব কেটে ফেলা উচিত। আমাদের নবীর সম্মানে কোনো আঘাত আমরা মেনে নেব না। আমরা চাই দিল্লী পুলিশ উপযুক্ত ব্যাবস্থা নিক।”

নরসিংহানন্দ সরস্বতী এক ভিডিওতে বলেছেন, যদি পুরো বিশ্বের সামনে মহম্মদের আসল রূপ চলে আসে তাহলে মুসলিমরা লজ্জা পাবে। হিন্দু সন্ন্যাসীর এই ধরনের মন্তব্যের উপর আম আদমি পারটির বিধায়ক আক্রোশিত হয়ে পড়েছেন। তিনি পুলিশের কাছে FIR দায়ের করেছেন এবং নরসিংহানন্দ মহারাজের গলা, জীব কেটে ফেলার ডাক দিয়েছেন।

https://platform.twitter.com/widgets.js

প্রসঙ্গত জানিয়ে দি, আমানতুল্লাহ খান একজন বিধায়ক হলেও তার ছবি একজন কট্টরপন্থী সমর্থক হিসেবে তৈরি হয়েছে। দিল্লী দাঙ্গার অভিযুক্ত তাহির হোসেনকে বাঁচানোর চেষ্টা করেছিলেন এই রাজনীতিবিদ। একই সাথে দিল্লীতে CAA বিরোধী দাঙ্গাকে উস্কানি দেওয়াতেও আমানতুল্লাহ খান জড়িয়ে ছিলেন।

The post হিন্দু ধর্মগুরু নরসিংহানন্দ সরস্বতীর গলা, জীব কেটে ফেলার হুমকি দিলেন AAP বিধায়ক আমানতুল্লাহ খান first appeared on India Rag .



from India Rag https://ift.tt/3fDzr1X
Bengali News
 

Start typing and press Enter to search