কলকাতাঃ আজ আবারও বড়সড় ভাঙন দেখা দিল শাসক দল তৃণমূলে। বিজেপির হেস্টিংস অফিসে আয়োজিত এই যোগদান মেলার হোতা ছিলেন শুভেন্দু অধিকারী। আজকের এই যোগদান মেলায় বিজেপিতের পতাকা হাতে তুলে নেন সাতগাছিয়ার তৃণমূল বিধায়ক সোনালী গুহ, সিঙ্গুরের তৃণমূল বিধায়ক তথা মাস্টারমশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্য, হাওড়ার শিবপুরের বিধায়ক জটু লাহিড়ী এবং বসিরহাট দক্ষিণের বিধায়ক বিখ্যাত ফুটবলার দীপেন্দু বিশ্বাস।
LIVE : Jogdan Mela #AmarPoribarBJPPoribar https://t.co/QyjjpnrfEt
— BJP Bengal (@BJP4Bengal) March 8, 2021
https://platform.twitter.com/widgets.js
এছাড়াও আজ বিজেপিতে যোগ দেন মালদহর হবিবপুরের প্রার্থী সরলা মুর্মু। মালদহের জেলা পরিষদের ক্ষমতা তৃণমূলের হাত থেকে ছিনিয়ে নিল বিজেপি। আজ মালদহ জেলা পরিষদের ১৪ জন সদস্য বিজেপিতে নাম লেখান। এবার সেই পরিষদে সংখ্যাগরিষ্ঠতা পেলো বিজেপি। এছাড়াও আজ বিজেপিতে যোগ দিয়েছেন বিশিষ্ট অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী এবং দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলর মৃগাঙ্ক ভট্টাচার্য।
আজকের এই মেগা যোগদান মেলায় উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বিজেপির সর্বভারতীয় সহসভাপতি মুকুল রায়। বিজেপির সাংসদ লকেট চ্যাটার্জী এবং অন্যান্যরা। আজ হেস্টিংসে কার্যত পরিচালকের ভুমিকায় দেখা যায় শুভেন্দু অধিকারীকে। তিনিই মাইক অনুষ্ঠানের পরিচালনা করেন। আর তৃণমূলের চার বিধায়কের বিজেপি যোগে যে ওনার ভূমিকা অনেক বেশি, সেটা বলাই বাহুল্য।
The post মালদহে গেরুয়া থাবা! জেলা পরিষদে দখল নিল বিজেপি! ব্যাপক ভাঙন তৃণমূলে first appeared on India Rag .
from India Rag https://ift.tt/3qpZtaP
Bengali News