প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে কেন্দ্র করে বাংলাদেশে পাকপন্থী উগ্রবাদীরা তাদের উপদ্রব চরমে পৌঁছেছে। বাংলাদেশের স্বাধীনতার সুর্বনজয়ন্তী উপলক্ষে প্রধানমন্ত্রী মোদীর আমন্ত্রিত ছিলেন। তবে পাকিস্তানপন্থী কট্টরপন্থীরা প্রধানমন্ত্রী মোদীর এই সফরের বিরোধিতায় নেমেছিল। কট্টরপন্থী গ্রপ হেফাজতে ইসলাম বাংলাদেশ প্রধানমন্ত্রী মোদীর বিমান না নামার হুমকি অবধি দিয়েছিল।
তবে উন্মাদীদের মুখে ঝামা ঘষে বাংলাদেশে পৌঁছেছিলেন প্রধানমন্ত্রী মোদী। যারপর বামপন্থী ও কট্টরপন্থীরা আরো উগ্র হয়ে উঠে। পুলিশ ও কট্টরপন্থীদের সংঘর্ষে ৫ জনের মৃত্যুর খবরও সামনে এসেছে। এখন প্রাপ্ত খবর অনুযায়ী, হেফাজতে ইসলামের কট্টরপন্থীরা ব্রাক্ষণবাড়িয়ায় এক হিন্দু মন্দিরে হামলা চালিয়েছে।
ব্রাক্ষণবাড়িয়া আনন্দময়ী কালি মন্দিরে হেফাজতে ইসলামের কট্টরপন্থীরা হামলা চালিয়েছে এবং ভাঙ্গচুর করেছে। একই সাথে খবর এও পাওয়া যাচ্ছে যে, ব্রাক্ষণবাড়িয়ায় কেন্দ্রীয় গ্রন্থাগারে অগ্নিসংযোগ করা হয়েছে। নিজের দেশের এমন ভাবে ক্ষতি মূলত পাকিস্তানের উস্কানিতে হচ্ছে বলে অনেকের ধারণা।
.Today the Fundamentalist of Hefazat-e-!slam attack on Anandamoyee Kali temple in Brahmanbaria, Bangladesh . Sheikh Hasina has given Holi gifts to Hindus. pic.twitter.com/bQvO2ONlXV
— Bangladesh Hindu Unity Council
(@HinduarmysUnity) March 28, 2021
https://platform.twitter.com/widgets.js
কেন্দ্রীয় গ্রন্থাগারে হাজার হাজার বই পুড়ে ছাই হয়ে গেছে বলে সূত্রের খবর। বাংলাদেশে সোশ্যাল মিডিয়ার বেশকিছু বিভাগ আপাতত বন্ধ রাখা হয়েছে। হেফাজতে ইসলামের উন্মাদীরা ভুয়ো খবর ছড়িয়ে অশান্তি সৃষ্টি করছে যে কারণে বাংলাদেশ সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।
The post বাংলাদেশে হেফাজতে ইসলামের উন্মাদীদের ব্যাপক তান্ডব! মন্দিরে হামলা, জাতীয় গ্রন্থাগারে আগুন first appeared on India Rag .
from India Rag https://ift.tt/3rw4U8T
Bengali News