চণ্ডীপুরঃ তারকাদের এমনিতে হাতের কাছে পাওয়া যায় না। তবে তারকা যদি রাজনৈতিক দলের প্রার্থী হয়, তাহলে মন্দ হয় না। কারণ প্রার্থী হলে তখন তারকারা নিজ কেন্দ্রে হোক আর অন্য কেন্দ্রে, প্রচারে অবশ্যই যাবেন। এমনকি জনগণের থেকে ভোট চাওয়ার জন্য একেবারে দুয়ারে গিয়ে হাজির হবেন। তৃণমূলের প্রার্থী তালিকায় এবার অনেক তারকা প্রার্থী করা হয়েছে। গ্রামে গঞ্জে ঘুরে ঘুরে প্রচার চালাচ্ছে সেই তারকারা। বাদ যায়নি বিজেপিও, এবার বিজেপির প্রার্থী তালিকাতেও রয়েছে একাধিক তারকার নাম।
তৃণমূলে প্রার্থী তালিকায় এবার সবথেকে বড় চমক হল সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ, কাঞ্চন মল্লিক, রাজ চক্রবর্তী, জুন মালিয়া, লাভলি মৈত্ররা। তবে এই প্রথম না যে তৃণমূল তারকাদের প্রার্থী করেছে। এর আগে ২০১৯-এর লোকসভা ভোটেও তারকাদের প্রার্থী করেছিল তৃণমূল। দীপক অধিকারী, মিমি চক্রবর্তী, নুসরত জাহানদের প্রার্থী করে জিতেও এনেছিল শাসক দল।
আর তৃণমূলের তারকাদের মধ্যে কয়েকজন পুরনো তারকাও রয়েছেন, তাঁদের মধ্যে কয়েকজন এবার তৃণমূলের প্রার্থীও হয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম থেকে প্রার্থী হয়েছেন। আর নন্দীগ্রামের পাশের আসন চণ্ডীপুর থেকে প্রার্থী হয়েছে অভিনেতা তথা তৃণমূল নেতা সোহম চক্রবর্তী। আর নিজের কেন্দ্রে তিনি ঘুরে ঘুরে জন সমর্থনও নিচ্ছেন তিনি। আর ওনার প্রচার অভিযানের মধ্যে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে।
ভাইরাল ওই ভিডিওতে সোহমকে চণ্ডীপুরে প্রচার করতে দেখা যাচ্ছে। এরপর এক মহিলা ভক্ত ওনাকে সামনে পেয়ে সরাসরি জড়িয়েও ধরেছেন। সোশ্যাল মিডিয়ায় সোহম চক্রবর্তীর ওই ভিডিও দারুণ গতিতে ভাইরাল হচ্ছে। প্রিয় নেতা/অভিনেতাকে কাছে পেয়ে মহিলার আবেগ ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে।
The post ভাইরাল ভিডিওঃ প্রচারের মধ্যে তৃণমূল প্রার্থী সোহমকে জড়িয়ে ধরল এক মহিলা first appeared on India Rag .
from India Rag https://ift.tt/3cxZNPU
Bengali News