নয়া দিল্লীঃ প্রতিবেশী দেশ পাকিস্তানেও করোনা মহামারীর প্রহার জারি আছে। পাকিস্তানের রাষ্ট্রপতি ডঃ আরিফ আলিও এবার করোনায় আক্রান্ত হলেন। কিছুদিন আগেই তিনি চীনের করোনা ভ্যাকসিনের ডোজ নিয়েছিলেন। আরিফ আলি নিজেই টুইটারে নিজের করোনা আক্রান্ত হওয়ার খবর জানান।
আরিফ আলি টুইট করে লেখেন, ‘আমার করোনা ভাইরাসের রিপোর্ট পজেটিভ এসেছে। ঈশ্বর সমস্ত কোভিড আক্রান্তদের দয়া করুক। ভ্যাকসিনের প্রথম খোরাক নিয়েছি, দ্বিতীয় ডোজ নেওয়ার পর শরীরে অ্যান্টিবডি তৈরি হবে। সবাই সাবধান থাকুন।”
وازا مرضت فھوا یشفین
اور جب میں بیمار ہوتا ہوں تو وہی شفا دیتا ہے
I have tested positive for Covid-19. May Allah have mercy on all Covid affectees. Had 1st dose of vaccine، but antibodies start developing after 2nd dose that was due in a week. Please continue to be careful.
— Dr. Arif Alvi (@ArifAlvi) March 29, 2021
https://platform.twitter.com/widgets.js
এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানও করোনায় আক্রান্ত হয়েছিলেন। তিনিও চীনের করোনার ভ্যাকসিন নিয়েছিলেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ইমরান খান যেদিন করোনার ভ্যাকসিন নিয়েছিলেন, সেদিন থেকেই ওনার শরীরে করোনার লক্ষ্মণ দেখা গিয়েছিল। যদিও, ইমরান খান এখন কোয়ারেন্টাইনে আছেন।”
বলে রাখি, পাকিস্তানে করোনা ভাইরাসের সংক্রমণ দ্রুত গতিতে বেড়ে চলেছে। আর বর্ধিত করোনার সংক্রমণ দেখে আধিকারিকরা পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ এবং দেশের অন্য সংবেদনশীল এলাকায় লকডাউন ঘোষণা করেছে।
উল্লেখনীয়, পাকিস্তান সরকার দীর্ঘদিন ধরেই আর্থিক সঙ্কটে ভুগছে, আর এই কারণে দেশের আর্থিক অবস্থা যাতে খারাপ না হয় তাঁর কারণে গোটা দেশে লকডাউন জারি করার থেকে বাঁচতে। কিন্তু এখন দেশের অবস্থা আরও গম্ভীর হতে চলেছে।
দেশে ২৪ ঘণ্টায় করোনার নতুন করে ৪ হাজার ৫২৫টি মামলা সামনে এসেছে আর ৪১ জনের মৃত্যু হয়েছে। পাকিস্তানে এখনও পর্যন্ত ৬ লক্ষ ৫৯ হাজার ১১৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। আর ১৪ হাজার ২৫৬ জনের মৃত্যু হয়েছে।
The post করোনায় আক্রান্ত পাকিস্তানের রাষ্ট্রপতি, কদিন আগেই নিয়েছিলেন চীনের ভ্যাকসিন first appeared on India Rag .
from India Rag https://ift.tt/3sLtR1z
Bengali News