শালবনীঃ সবে মার্চ মাস, জুন মাস আসতে এখনও তিন মাস বাকি আছে। কিন্তু জুন মাস আসার আগেই উত্তাপ ছড়াচ্ছে জুন। আমরা তৃণমূল প্রার্থী জুন মালিয়ার কথা বলছি। সোমবার মেদিনীপুরের শালবনী এলাকায় তৃণমূল প্রার্থী জুন মালিয়াকে ঘিরে এলাকার মানুষের উচ্ছ্বাস নজরে পড়ে। এমনকি এলাকার আদিবাসী মহিলাদের তৃণমূল প্রার্থী জুন মালিয়ার পাও ধুইয়ে দিতে দেখা যায়। ধামসা-মাদলের তালে তালে জুনকে নাচতেও দেখা যায়।
শালবনীর আদিবাসী এলাকায় সোমবার প্রচারে যান তৃণমূলের তারকা প্রার্থী জুন মালিয়া। সেখানে ওনাকে আদিবাসী মহিলাদের সঙ্গে বেশ মিলেমিশে থাকতেও দেখা যায়। এরপর আদিবাসী মহিলারা নিজেদের সংস্কৃতি মেনে তৃণমূলের তারকা প্রার্থী জুন মালিয়ার পাও ধুইয়ে দেন।
আদিবাসী অধ্যুষিত এলাকায় প্রচারে গিয়ে আদিবাসী মহিলাদের সঙ্গে ধামসা-মাদলের তালে তালে নাচতেও দেখা যায় জুন মালিয়াকে। টিভিতে দেখা তারকাকে সামনে পেয়ে বেজায় খুশি এলাকার আদিবাসী মহিলারা। এছাড়াও মেদিনীপুরে প্রচারে বেরিয়ে একটি মন্দিরেও পুজো দেন তিনি। সোমবার মেদিনীপুর শহরের একটি মাজারে গিয়ে ফুলও চড়ান তৃণমূলের তারকা প্রার্থী জুন মালিয়া।
হুগলিতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিয়েছিলেন জুন মালিয়া। এরপর ওনাকে উপহার স্বরুপ মেদিনীপুর আসনের প্রার্থী করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এরপর থেকেই তিনি মেদিনীপুরে কোমর বেঁধে প্রচারে নেমে পড়েন। জুন মালিয়া বলেন, আমি মেদিনীপুরেরই মেয়ে, সেখানে ছোট থেকে বড় হওয়া পর্যন্ত চারিদিক ঘুরে বেরিয়েছি। মহিষাদল রাজপরিবারের মেয়ে হওয়ার সুবাদে আমি সেখানকারই মানুষ। আর আমাকে পেয়ে মেদিনীপুরের মানুষও খুব খুশি। নির্বাচনে আমিই জিতছি।
The post তৃণমূলের প্রার্থীর পা ধুয়ে দিলেন আদিবাসী মহিলারা! ভাইরাল হল ভিডিও first appeared on India Rag .
from India Rag https://ift.tt/3caL2Dx
Bengali News