উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ একের পর এক যুগান্তকারী পদক্ষেপ নিয়ে কিভাবে মানুষের মন জয় করেছেন তা নিয়ে নতুন করে বলার কিছুই নেই। বেশ কয়েকবার দেশের সেরা মুখ্যমন্ত্রীর তালিকায় প্রথম স্থান অধিকার করেছেন যোগী আদিত্যনাথ। আর এই মুখ্যমন্ত্রীকে নিয়েই এমন কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন এক বাম নেতা যা যেকোনো রাজনৈতিক নেতাকে লজ্জিত করবে।
এক টিভি অনুষ্ঠানে বসে বাম যুব নেতা শতরুপ ঘোষ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে পোটেন্সিয়াল রেপিস্ট বলেছেন। পশ্চিমবঙ্গের এক নিউজ চ্যানেলের অনুষ্ঠানে বসে এই কথা বলেছেন বামপন্থী শতরুপ ঘোষ। লক্ষণীয় বিষয় যে, যোগী আদিত্যনাথ একজন রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রী। এসব কিছু বলে এমন জঘন্য মন্তব্য করেছেন শতরুপ ঘোষ।
বামপন্থী শতরুপ ঘোষ এক ভুয়ো মন্তব্যের ভিত্তিতে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে পোটেন্সিয়াল রেপিস্ট বলেছেন। মুসলিম মহিলাদের কবর থেকে তুলে ধর্ষণ করা হবে, এমন মন্তব্য যোগী আদিত্যনাথ করেছিলেন বলে অভিযোগ শতরুপ ঘোষের।এই দাবির উপর ভর করে যোগী আদিত্যনাথকে নিয়ে কু-মন্তব্য করেন বামপন্থী নেতা। যদিও শতরুপ ঘোষের এই দাবি একবারে ভুয়ো। যোগী আদিত্যনাথের থেকে কখনোই এমন মন্তব্য শোনা যায়নি।
প্রসঙ্গত, বহু সময় পর বাংলার রাজনীতিতে বামপন্থীদের আলোচনা উঠে এসেছে। বিশেষ করে নির্বাচনের আগে বাম- কংগ্রেস-ISF জোট এর চর্চা উঠে আসার পর থেকে সিপিমের চর্চা একটু আধটু হলেও শোনা যাচ্ছে। ধৰ্মকে আফিম বলা বামপন্থীরা এখন ইসলামিক ধর্মগুরু আব্বাস সিদ্দিকীর পার্টি ISF এর সাথে জোট বেঁধেছে। এ নিয়ে রাজ্যজুড়ে ব্যাপক সমালোচিত হয়েছে বামপন্থীরা। বহুজন ISF এর সাথে জোট করাকে সিপিএমের ভন্ডামি বলে কটাক্ষ করেছেন।
The post “যোগী আদিত্যনাথ একজন পোটেন্সিয়াল রেপিস্ট”- জঘন্য ভাষায় আক্রমন বাম নেতা শতরুপ ঘোষের first appeared on India Rag .
from India Rag https://ift.tt/3uX4CKO
Bengali News