কেউ টিকিট পেয়েছেন কেউ পাননি আর এই নিয়েই তৃণমূল কংগ্রেসের মধ্যে শুরু হয়েছে ব্যাপক ক্ষোভ। তালিকায় নতুনদের জায়গা করে দেওয়ার সাথে সাথে পুরনো বিধায়ক, মন্ত্রীদের সরিয়ে দেওয়া হয়েছে। আর পুরনোদের প্রার্থী না করায় ক্ষোভ দেখা গিয়েছে সর্বত্র। তবে এসবের মধ্যে এখন সবথেকে বেশি চর্চায় দেবাংশু ভট্টচার্য। টিকিট না পাওয়ায় রীতিমতো ট্রোলের শিকার হয়েছেন তিনি।
শুভজিত নাথ লিখেছেন, “একটা টিকিট পাওয়া ভাই তোর উচিত ছিল। এত গলা ফাটালি, এত ডিবেট শো করলি তাও পেলি না। খুব কষ্ট লাগলো।” বেশিরভাগ নেটিজন দেবাংশুর ‘খেলা হবে’ বক্তব্যকে কেন্দ্র করে কটাক্ষ করেছেন। অনেকে নেটিজন বলেছেন, “খেলা হবে খেলা হবে বলে চিৎকার করে ছেলেটা নিজেই খেলা থেকে বাদ হয়ে গেল।”
কেউ আবার বলেছেন ‘খেলা হবে বলে পাড়ার লোকজনকে ডাকা ছেলেটাকে মাঠে গিয়ে খেলা থেকে বাদ করে দেওয়া হলো। বেশকিছু পেজ থেকেও দেবাংশুকে নিয়ে জোর ট্রোল করা হয়েছে।
প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ায় অনেকে দেবাংশুকে টিকিট কেন দেওয়া হয়নি সেই নিয়েও প্রশ্ন তুলেছেন। এত খেটেও কেন দেবাংশু টিকিট পেল না সেই নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে তার বেশকিছু সমর্থক। দেবাংশুকে টিকিট না দিয়ে কেন টলিউড থেকে আসা নতুন মুখদের টিকিট দেওয়া হলো তাই নিয়েও উঠেছে প্রশ্ন। আর সমস্ত ক্ষোভ, আক্রোশ এখন উঠে আসছে সোশ্যাল মিডিয়ার দেওয়ালে।
রবিকুল ইসলাম নামের একজন সোশ্যাল মিডিয়া ইউজার লিখেছেন, “দিদি দেবাংশু দার নাম কোথায়।” সৌমেন চৌধুরী লিখেছেন, “দেবাংশু, সুদীপ, সুপ্রিয়, ত্রিনাকুর এদের কেউ নেই। ফালতু সায়নি, সায়ন্তিকাকে টিকিট দিচ্ছে। লজিক বুঝলাম না।’
The post ‘খেলা হবে শ্লোগান দিতে দিতে নিজেই খেলা থেকে বাদ’-সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ট্রোল হলেন দেবাংশু ভট্টাচার্য first appeared on India Rag .
from India Rag https://ift.tt/3uXS1r1
Bengali News