কলকাতাঃ পশ্চিমবঙ্গে আর মাত্র কয়েকটা দিন পরেই প্রথম দফার নির্বাচন। আর প্রথম দফার নির্বাচনের আগে রাজ্যের শাসক থেকে বিরোধী সমস্ত দল গুলোই প্রচার কাজে ব্যস্ত। সমস্ত রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা চারিদিকে একের পর এক সভা করে ভোটারদের নিজেদের দিকে টানার প্রচেষ্টা চালাচ্ছে। আজ সেই প্রচারের উদ্দেশ্যে রাজ্যে অমিত শাহ, নরেন্দ্র মোদী এসেছেন।
অমিত শাহ আজ পূর্ব মেদিনীপুরের এগরায় সভা করছেন। আরেকদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বাঁকুড়ায় একটি জনসভা করবেন। এছাড়াও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও আজ একাধিক সভা করছেন। এর পাশাপাশি তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও আজ কয়েকটি সভা রয়েছে।
আর এই বিভিন্ন দলের রাজনৈতিক নেতা-নেত্রীদের প্রচারের মাঝে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হচ্ছে। বিজেপির নেতা অমিত মালব্য নিজের টুইটার অ্যাকাউন্টে সেই ভিডিওটি শেয়ার করেছেন। তিনি ভিডিওর ক্যাপশনে লিখেছেন, ‘হলদিয়া জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শুনে মাঠ ছেড়ে চলে যাচ্ছে মানুষেরা। বাংলা এবার পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে।”
Empty grounds and people leaving as Mamata Banerjee speaks at her rally in Haldia…
Bengal has decided to oust her! pic.twitter.com/klKDcT6TKH
— Amit Malviya (@amitmalviya) March 21, 2021
https://platform.twitter.com/widgets.js
অমিত মালব্যর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরা হচ্ছে। বলে রাখি শনিবার পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় একটি সভা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অমিত মালব্য দাবি করেছেন যে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শুনে সবাই সভা ছেড়ে চলে যাচ্ছেন। যদিও এই ভিডিওর সত্যতা আমাদের পক্ষে যাচাই করা সম্ভব হয়নি।
বলে রাখি, এর আগে তৃণমূল কংগ্রেস বিজেপির ফাঁকা মাঠের ছবি দেখিয়ে দাবি করেছিল যে, বিজেপির সভায় লোক হচ্ছে না। এরপর বিজেপির পক্ষ থেকেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একের পর এক ফাঁকা সভার ছবি ভিডিও জারি করে তৃণমূলকে কটাক্ষ করা হচ্ছে। এর আগে বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাঁকুড়ার শালতোড়ার জনসভার ফাঁকে মাঠের ছবি পোস্ট করে তৃণমূলকে কটাক্ষ করেছিল।
The post বাংলা পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে! মমতার ফাঁকা জনসভার ভিডিও পোস্ট করে দাবি বিজেপির first appeared on India Rag .
from India Rag https://ift.tt/3c2w3eV
Bengali News