নয়া দিল্লীঃ রাজ্যের বিধানসভা নির্বাচনের জন্য আরও ১৩ জনের নাম ঘোষণা করল বিজেপি। এছাড়াও চৌরঙ্গী এবং কাশীপুর-বেলগাছিয়া কেন্দ্রের প্রার্থীদেরও বদল করল বিজেপি। চৌরঙ্গীতে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রয়াত সোমেন মিত্রর স্ত্রী শিখা মিত্রকে প্রার্থী করেছিল বিজেপি। কিন্তু নিজের নাম বিজেপির প্রার্থী তালিকায় দেখে ক্ষোভে ফেটে পড়েন সোমেন জায়া।
শিখা মিত্র পরিস্কার জানিয়ে দেন যে, তিনি বিজেপির হয়ে নির্বাচনে লড়ছেন না। আর তিনি বিজেপিতে যোগও দেননি। শিখাদেবীর এহেন মন্তব্যের পর চরম অস্বস্তিতে পড়ে গেরুয়া শিবির। এরপর ঠিক একই ভাবে কাশীপুর-বেলগাছিয়া কেন্দ্রের বিজেপির প্রার্থী তরুণ সাহাও বিজেপিকে আক্রমণ করেন। তিনি বলেন, আমি বিজেপিতে যোগ দিই নি, তৃণমূলে ছিলাম আছি আর থাকব।
মুখ পুড়িয়ে বিজেপির এই দুই কেন্দ্রে প্রার্থী বদল করল। চৌরঙ্গী কেন্দ্রে দেবব্রত মাজি এবং কাশীপুর-বেলগাছিয়া কেন্দ্রে শিবাজী সিংহরায়কে প্রার্থী করল বিজেপি।
এছাড়াও গাইঘাটা থেকে মতুয়া মহাসঙ্ঘের সদস্য তথা বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের দাদা সুব্রত ঠাকুরকে বিধানসভা নির্বাচনের টিকিট দিল বিজেপি। বাগদায় বিশ্বজিৎ দাসকে প্রার্থী করেছে বিজেপি। অশোক লাহিড়ীকে আলিপুরদুয়ার থেকে সরিয়ে বালুরঘাটের প্রার্থী করল বিজেপি। তাছাড়াও পাহাড়ে GNLF জোটের সঙ্গে প্রার্থী ঘোষণা করল বিজেপি।
Bharatiya Janata Party (BJP) releases a list of 13 candidates for #WestBengalElections2021 pic.twitter.com/aA7C1H6yhJ
— ANI (@ANI) March 23, 2021
https://platform.twitter.com/widgets.js
The post আরও ১৩ জন প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি, বদল করা হল দুটি কেন্দ্রের প্রার্থীকে first appeared on India Rag .
from India Rag https://ift.tt/316bJTx
Bengali News