পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রত্যেক পার্টি জনগণকে প্রভাবিত করার চেষ্টায় লেগে পড়েছে। এই পরিপ্রেক্ষিতে সোমবার তৃণমূল কংগ্রেস ডিজিটাল মার্কেটিং টিম এমন টুইট করেছে যা নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে। আসলে তৃণমূল কংগ্রেসের ডিজিটাল মার্কেটিং টিমের সদস্য এক ফেক তথ্য শেয়ার করে মানুষকে প্রভাবিত করার চেষ্টা করেছেন।
তৃণমূল কংগ্রেসের ডিজিটাল মার্কেটিং টীমের প্রীতম শীল ABP NEWS এর নাম দিয়ে একটা ফেক পোস্ট শেয়ার করেছিলেন। ABP এর নামে এক ফেক সার্ভে রিপোর্ট বানিয়ে প্রীতম শীল শেয়ার করেছিলেন। সেখানে দাবি করা হয়েছিল যে পশ্চিমবঙ্গ বিধানসভার প্রথম দফা নির্বাচনেরব ৩০ টি আসনের মধ্যে তৃণমূল-২৩ থেকে ২৬ টি, বিজেপি-১ থেকে ৪ টি এবং জোট ০ থেকে ১ টি আসন পেতে পারে।
যদিও ABP নিউজের নামে এমন ভুয়ো তথ্য ছড়িয়ে দেওয়ার প্রোপাগান্ডা বেশিক্ষণ চলতে পারেনি। ABP নিউজের ডিজিটাল কন্টেন্ট স্ট্রাটেজি বিভাগের হেড তুষার ব্যানার্জী এই তথ্যকে ভুয়ো বলে ঘোষণা করেন।
This is fake. Please delete and refrain from misrepresenting us. Our exit poll will only come on the 29th of April, as allowed by EC.
— Tushar Banerjee (@TusharBanerjee) March 29, 2021
https://platform.twitter.com/widgets.js
তুষার ব্যানার্জী লিখেন, এটা ভুয়ো তথ্য। কৃপা করে আমাদের ভুলভাবে দেখানোর থেকে এড়িয়ে যান। নির্বাচন কমিশনের আদেশ অনুযায়ী আমাদের এক্সিট পোল একমাত্র ২৯ শে এপ্রিল আসতে পারবে। তুষারের টুইটের পরও তৃণমূল কংগ্রেসের মার্কেটিং টীম তাদের ভুয়ো পোস্ট ডিলেট করেনি। তবে লোকজন ভুয়ো পোস্ট নিয়ে হাসি ঠাট্টা শুরু করলে তা ডিলেট করে দেওয়া হয়।
The post ABP নিউজের নাম নিয়ে ভুয়ো এক্সিট পোল শেয়ার করল তৃণমূল কংগ্রেস! চ্যানেল বললো- এগুলো ফেক first appeared on India Rag .
from India Rag https://ift.tt/3sCdFiM
Bengali News