শ্রীনগরঃ বড়সড় সফলতা অর্জন করল জম্মু কাশ্মীর পুলিশ। দ্য রেজিস্ট্রেন্স ফ্রন্ট (TRF) এর জঙ্গি জহুর আহমেদ রাঠৌরকে অনন্তনাগের পুলিশ গ্রেফতার করেছে। জহুর আহমেদের বিরুদ্ধে গত বছর কুলগাঁমে তিনজন বিজেপি কর্মীকে হত্যার অভিযোগ উঠেছে। এছাড়াও কুলগাঁমের এক পুলিশ কর্মীর খুনের দায়ও তাঁর মাথায় আছে। আহমেদকে জিজ্ঞাসাবাদ করার জন্য কাশ্মীরে নিয়ে যাওয়া হচ্ছে।
আহমেদ ২০০৪ সালে পাক অধিকৃত কাশ্মীরে ট্রেনিং নিয়েছিল। ২০০৬ সালে সে আত্মসমর্পণ করেছিল। এরপর গত বছর থেকে সে পুলিশ আর নেতাদের হত্যা করা শুরু করে দেয়। পুলিশ আধিকারিক অনুযায়ী, সাম্বায় পুলিশ TRF এর জঙ্গি জহুর আহমেদকে গ্রেফতার করে। গোপন সুত্রে খবর পাওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে এই সফলতা অর্জন করে।
বিজেপির তিন কর্মী ফিদা হুসেইন ইয়াতু, উমর রশিদ বেগ আর উমর রমজান হাজম কুলগামে গত বছর ২৯ অক্টোবর জঙ্গি হামলায় মারা গিয়েছিল। এই তিনজনের হত্যার কানেকশনে আহমেদের সঙ্গে যুক্ত। এছাড়াও আহমেদ কুলগাঁমে এক পুলিশকর্মীর হত্যার সঙ্গে যুক্ত ছিল।
The post ৩ বিজেপি কর্মী ও পুলিশকর্মীর খুনি TRF এর জঙ্গি জহুর আহমেদকে গ্রেফতার করল কাশ্মীর পুলিশ first appeared on India Rag .
from India Rag https://ift.tt/3jKuHru