নয়া দিল্লীঃ আজকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের বড়বড় দাড়ি আর চুল নিয়ে বেশ চর্চায় আছেন। অনেকেই ওনার এই নতুন রুপকে বেশ পছন্দ করছে আবার অনেকেই ওনার এই রূপকে রাজনৈতিক রঙও দিচ্ছেন। যদিও কারোর কোনও অভিযোগেই পাত্তা দিতে নারাজ স্বয়ং প্রধানমন্ত্রী।
আর এরমধ্যে প্রধানমন্ত্রীর একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। ছবিটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে নিজের ট্যুইটার অ্যাকাউন্টে শেয়ার করেছেন। এই ছবিটি আফগানিস্তানের একটি শিল্পী বানিয়েছেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই ছবিটিকে আফগানিস্তানের পোট্রেট আর্টিস্ট হমদুল্লাহ আরবাব এঁকেছেন। ছবিটি শেয়ার করে প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী লেখে, ‘ধন্যবাদ ভাই হামদুল্লাহ আরবাব, এটি একটি খুবই ভালো ছবি। আমি খুব সন্মানিত মনে করছি। আফগান-হিন্দি বন্ধুত্ব জিন্দাবাদ।”
Tashakkur, brother @Arbab911!
This is a wonderful gesture, for which I am honoured.
Afghan-Hind dosti Zindabaad! https://t.co/N3zq9qu1Jo
— Narendra Modi (@narendramodi) February 10, 2021
https://platform.twitter.com/widgets.js
জানিয়ে দিই, হমদুল্লাহ আরবাব আফগানিস্তানের একজন বিখ্যাত পোট্রেট আর্টিস্ট। উনি ট্যুইটারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পোট্রেট ৯ ফেব্রুয়ারি শেয়ার করেছিলেন। ট্যুইটারে আরবাবের প্রায় ৪০ হাজার ফলোয়ার্স আছে। ওনার ট্যুইটার অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও অনেক বিখ্যাত মানুষের হাতে আঁকা ছবি আছে।
The post নিজের হাতে নরেন্দ্র মোদীর ছবি আঁকলেন আফগান শিল্পী, প্রধানমন্ত্রী বললেন ‘হিন্দি-আফগান বন্ধুত্ব জিন্দাবাদ” first appeared on India Rag .
from India Rag https://ift.tt/2MKIT7Z
Bengali News