-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

একদিনে ৮ টি পদ থেকে ইস্তফা দিলেন তৃণমূল সাংসদ, জোর গুঞ্জন রাজনৈতিক মহলে

- February 02, 2021


তমলুকঃ তিনি বেসুরো ছিলেন না, তবে দলের কিছু কাজে ক্ষোভ প্রকাশ করেছিলেন। আর এবার একদিনে ৮ টি প্রশাসনিক পদ থেকে পদত্যাগ করে জল্পনা বাড়ালেন তমলুকের তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী। গতকাল রাত ১০ টা নাগাদ আটটি হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন দিব্যেন্দু অধিকারী। এছাড়াও স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধি পদ থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। ওনার আচমকাই এই সিদ্ধান্তে দলত্যাগের সম্ভাবনা বেড়েছে।

কিছুদিন আগে ভাই সৌমেন্দুকে কাঁথি পুরসভার পুর প্রশাসকের পদ থেকে সরিয়ে দেওয়ার ঘটনার সরব হয়েছিলেন দিব্যেন্দু অধিকারী। তিনি এই নিয়ে ক্ষোভ প্রকাশ করে পুরসভায় নিজের দফতরে আর যাবেন না বলে জানিয়ে দিয়েছিলেন। এরপর সৌমেন্দু অধিকারী দাদা শুভেন্দু অধিকারীর হাত ধরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। যদিও তখনও দল ছাড়ার ইঙ্গিত দেননি দিব্যেন্দু।

শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই মেদিনীপুরের অধিকারী পরিবারের সঙ্গে দূরত্ব বেড়ে চলেছে তৃণমূলের। শুভেন্দু অধিকারী দল ছাড়ার পর যেমন সৌমেন্দু অধিকারীকে পদ থেকে হটানো হয়েছে, তেমনই শিশির অধিকারীকেও সমস্ত পদ থেকে সরানো হয়েছে। এমনকি পূর্ব মেদিনীপুরে নির্বাচনের কোনও দায়িত্বে দিব্যেন্দু অধিকারীকে রাখা হয়নি।

আরেকদিকে, আগামী ১০ ফেব্রুয়ারি লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার সঙ্গে সাক্ষাৎ করতে চলেছেন দিব্যেন্দু অধিকারী। শোনা যাচ্ছে যে, ওইদিন তিনি সাংসদ পদ থেকে ইস্তফা দিতে পারেন। তবে তাঁর আগে ৭ ফেব্রুয়ারি একটি সরকারি সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে একই মঞ্চে থাকতে চলেছেন দিব্যেন্দু অধিকারী।

The post একদিনে ৮ টি পদ থেকে ইস্তফা দিলেন তৃণমূল সাংসদ, জোর গুঞ্জন রাজনৈতিক মহলে first appeared on India Rag .



from India Rag https://ift.tt/2YBGKOa
Bengali News
 

Start typing and press Enter to search