নয়া দিল্লীঃ কেন্দ্র সরকারের কৃষি আইনের বিরুদ্ধে বিগত ৮০ দিন ধরে দিল্লীর আলাদা-আলদা বর্ডারে চলা কৃষি আন্দোলনের মধ্যে গাজীপুর বর্ডারে আজ অন্য চিত্র দেখা যাচ্ছে। আজ সকাল থেকে গাজীপুর বর্ডারে কৃষকদের সংখ্যা একদম নেই বললেই চলে। মঞ্চ খালি পড়ে আছে, আর রাস্তাতেও কৃষকদের দেখা নেই। জানিয়ে দিই, কৃষক নেতা রাকেশ টিকাইত গাজীপুর বর্ডার থেকেই কৃষক আন্দোলনে বেশি করে মানুষের জড়ো হওয়ার ডাক দিয়েছিলেন।
বিগত কয়েকদিন ধরে গুঞ্জন উঠছিল যে, কৃষক আন্দোলনে ফাটল ধরেছে। কৃষক সংগঠনের নেতারা যতই আন্দোলন নিয়ে আগের রণনীতি তৈরি করুক না কেন, কৃষক আন্দোলনের ভিতরের কাহিনী অন্য কিছু ছিল। আজ সকালে গাজীপুর বর্ডারের চিত্র দেখার পর এই আন্দোলন কমজোর হচ্ছে সেটা পরিস্কার বোঝা যাচ্ছে। গাজীপুর বর্ডারে আজ সকাল থেকে কৃষকদের সংখ্যা না-এর বরাবর ছিল। আন্দোলনের জন্য যেই মঞ্চ তৈরি করা হয়েছিল, সেটিও পুরো খালি অবস্থায় পড়ে আছে।
#Breaking
दिल्ली के ग़ाज़ीपुर बॉर्डर पर किसान नदारद, लोग न मंच पर हैं और न सड़क पर..#GazipurBorder pic.twitter.com/sJdEGdoKR8— @HindiNews18 (@HindiNews18) February 15, 2021
https://platform.twitter.com/widgets.js
মঞ্চের পাশাপাশি রাস্তাতেও কৃষকদের সংখ্যা একেবারেই কম। কৃষক আন্দোলনের নামে এখন শুধু সড়কই বন্ধ করা আছে। টেন্ট, লঙ্গরের পাশে হাতে গোনা কয়েকজনকেই দেখা যাচ্ছে।
উল্লেখ্য, সংযুক্ত কৃষক মোর্চা এবার কৃষক ট্রাক্টর র্যালি আর দেশজুড়ে চাক্কা জ্যামের পর আগামী ১৮ ফেব্রুয়ারি গোটা দেশে দুপুর ১২ টা থেকে ৪ টে পর্যন্ত রেল রোকো অভিযান চালানোর ঘোষণা করেছে। কৃষকদের এই ঘোষণার পর সরকারের চিন্তা আরও বেড়ে গিয়েছে।
The post ফিকে পড়ল কৃষক আন্দোলন? গাজীপুর বর্ডারে দেখা নেই কোনও কৃষক আর কৃষক নেতাদের first appeared on India Rag .
from India Rag https://ift.tt/3drUvHZ
Bengali News