নয়া দিল্লীঃ কৃষক আন্দোলনের আগুন বলিউড থেকে শুরু করে হলিউড পর্যন্ত ছড়িয়ে গিয়েছে। হলিউডের গায়কা রিহানা, সোশ্যাল অ্যাক্টিভিস্ট গ্রেটা থানবার্গ আর প্রাক্তন নীল ছবির তারকা মিয়াঁ খালিফা কৃষকদের সমর্থনে ট্যুইট করেছেন। হলিউড স্টারদের ট্যুইটের পর একদিকে যেমন বলিউডের তামাম তারকারা সরকারের সমর্থন করেছেন, তেমনই এবার বিদেশী শক্তিদের বিরুদ্ধে মাঠে নেমেছেন সচিন তেন্দুলকর, সৌরভ গাঙ্গুলি, অনিল কুম্বলে, ভিরাট কোহলি, রাহুল দ্রাবিড়, শিখর ধাওয়ানের মতো ক্রিকেটাররা।
যদিও সৌরভ গঙ্গোপাধ্যায় কৃষকদের সমর্থনে নিজে কিছু বলেন নি, তিনি সচিন তেন্দুলকর, অনিল কুম্বলেদের ট্যুইটটিকে রিট্যুইট করে সমর্থন জানিয়েছেন। আরেকদিকে, ভারতকে ঐক্যবদ্ধ থাকার আবেদন জানিয়েছেন ভারত রত্ন প্রাপ্ত গায়িকা লতা মঙ্গেশকরও। এছাড়াও ব্যামিন্টন প্লেয়ার সাইনা নেহওয়ালও বিদেশী শক্তির বিরুদ্ধে ভারতীয়দের এক থাকার আবেদন করেছেন।
#IndiaTogether #IndiaAgainstPropaganda pic.twitter.com/JpUKyoB4vn
— Lata Mangeshkar (@mangeshkarlata) February 3, 2021
বাংলার বিভিন্ন সংবাদমাধ্যমে লতা মঙ্গেশকরের এই খবর ছড়িয়ে পড়তেই নানা গুণীর নানা মতের মতো বিভিন্ন মানুষ বিভিন্ন প্রতিক্রিয়া দিতে থাকেন। তবে কিছু কিছু মানুষ নিজের প্রতিক্রিয়া দিতে গিয়ে সমস্ত সীমা লঙ্ঘন করে দেয়। লতা মঙ্গেশকরকে নান ভাবে আক্রমণ করা হয়ে। বিদেশী গায়িকা রিহানাদের সমর্থকরা ভারত রত্ন লতা মঙ্গেশকরকে কুৎসিত ভাবে আক্রমণ করার কিছু স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় …
Farmers constitute an extremely important part of our country. And the efforts being undertaken to resolve their issues are evident. Let’s support an amicable resolution, rather than paying attention to anyone creating differences.
#IndiaTogether #IndiaAgainstPropaganda pic.twitter.com/FhclAMLiik
— Saina Nehwal (@NSaina) February 3, 2021
সচিন তেন্দুলকর ট্যুইট করে লিখেছেন, ‘ভারতের সার্বভৌমত্ব নিয়ে আপস করা যায় না। বাহ্যিক বাহিনী দর্শক হতে পারে তবে অংশগ্রহণকারী হতে পারে না। ভারতীয়রা ভারতকে জানে এবং ভারতের পক্ষে সিদ্ধান্ত নিতে পারে। আসুন আমরা জাতি হিসাবে ঐক্যবদ্ধ হই।।”
India’s sovereignty cannot be compromised. External forces can be spectators but not participants.
Indians know India and should decide for India. Let's remain united as a nation.#IndiaTogether #IndiaAgainstPropaganda— Sachin Tendulkar (@sachin_rt) February 3, 2021
শিখর ধাওয়ান একটি ট্যুইটে লেখেন, ‘ আসুন এমন এক সমাধানে পৌঁছাই যা আমাদের মহান দেশকে উপকৃত করবে এই মুহুর্তে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসুন আমরা এক হয়ে আরও ভাল এবং উজ্জ্বল ভবিষ্যতের দিকে একসাথে এগিয়ে যাই।”
Reaching a solution that benefits our great nation is of utmost importance right now. Let’s stand together and move forward together towards a better and brighter future. #IndiaTogether #IndiaAgainstPropaganda
— Shikhar Dhawan (@SDhawan25) February 3, 2021
The post কৃষক আন্দোলনঃ বিদেশী শক্তির বিরুদ্ধে গর্জে ওঠায় ‘ভারত রত্ন” লতা মঙ্গেশকরকে তুলোধোনা সোশ্যাল মিডিয়ায়! first appeared on India Rag .
from India Rag https://ift.tt/3azHCrV
Bengali News