কলকাতাঃ দীর্ঘদিন ধরে সমবেতনের জন্য অনশনে বসা পার্শ্বশিক্ষকরা আজ সরস্বতী পুজোর দিনে প্রসাদ খেয়ে অনশন ভাঙলেন। আন্দোলনরত শিক্ষকদের মুখে প্রসাদ তুলে দেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়। তিনি পার্শ্বশিক্ষকদের পাশে দাঁড়িয়ে আশ্বাস দেন যে, বিজেপি ক্ষমতায় এলে তাঁদের স্থায়ী শিক্ষকদের সমতুল্য বেতন দেওয়া হবে। আর বিজেপি ক্ষমতায় আসার ৭ দিনের মধ্যেই এই প্রতিশ্রুতি পূরণ করা হবে।
বিগত দুমাসের বেশি সময় ধরে বিকাশ ভবনের সামনে অবস্থান বিক্ষোভ করছিলেন পার্শ্বশিক্ষকরা। তিনজন আন্দোলনকারী ১০ দিন ধরে অনশনেও বসেছিলেন। আজ সরস্বতী পুজোর দিনে তাঁদের সঙ্গে দেখা করেন মুকুল রায় এবং বিজেপির রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত। দুই বিজেপি নেতা আশ্বাস দেন যে, বিজেপি ক্ষমতায় এলে তাঁদের আর বঞ্চনার শিকার হতে হবে না। আন্দোলনরত পার্শ্বশিক্ষকরা অনশন ভাঙলেও আন্দোলন থামাবেন না বলে জানিয়ে দেন। আর এই নিয়ে আগামীকাল ওনারা রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গেও দেখা করবেন।
বিজেপির সর্বভারতীয় সহসভাপতি মুকুল রায় এদিন পার্শ্বশিক্ষকদের পাশে দাঁড়িয়ে বলেন, ‘রাজ্যে অরাজকতা চলছে। রাজ্যের কোথাও না কোথাও রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলন হচ্ছেই।” মুকুল রায় বলেন, ‘আমি এখানে দাঁড়িয়ে কথা দিয়ে যাচ্ছি যে, বিজেপি ক্ষমতায় এলে পার্শ্বশিক্ষকদের আর রাস্তায় বসতে হবে না। তৃণমূল আমলে এরাজ্যের শিক্ষকদের কোনও সন্মান দেওয়া হয়নি। আমরা ক্ষমতায় এলে যোগ্য সন্মান দেব।”
আরেকদিকে, আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া আদিগঙ্গায় গলা জলে নেমে প্রতিবাদের সামিল হন পার্শ্বশিক্ষকরা। শিক্ষক ঐক্যমঞ্চের তরফ থেকে এই অভিনব প্রতিবাদে অংশ নিয়েছে অনুমোদনহীন মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষামিত্ররা। মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে এহেন প্রতিবাদ হওয়ার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছান পুলিশ কমিশনার সৌমেন মিত্র। মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে এভাবে ধরনা দেওয়ায় কয়েকজনকে আটক করেছে পুলিশ।
The post পার্শ্বশিক্ষকদের জন্য বড় ঘোষণা করলেন মুকুল রায়, নির্বাচনের আগে চাপে মমতা বন্দ্যোপাধ্যায় first appeared on India Rag .
from India Rag https://ift.tt/3u5IRZ6
Bengali News