-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

বহিরাগত ইস্যুতে বিপাকে তৃণমূল! এবার দলীয় বিধায়কের বিরুদ্ধে পড়ল পোস্টার

- February 15, 2021


ভাতারঃ ‘দলে থেকে কাজ করতে পারছিলাম না” এই উক্তিটি এখন বাংলার রাজনীতিতে সবথেকে বেশি ভাইরাল হয়েছে। এই নিয়ে চারিদিকে ছড়িয়ে পড়েছে হাজার হাজার মিমও। উল্লেখ্য, তৃণমূল থেকে পদত্যাগ করার পর দলের নেতা, মন্ত্রী, বিধায়করা এই মন্তব্য করেই বিজেপিতে যোগ দিচ্ছেন। সম্প্রতি তৃণমূলের রাজ্যসভার সাংসদ দীনেশ ত্রিবেদীও একই মন্তব্য করে দল ছেড়েছেন। যদিও তিনি এখনও অন্য কোনও দলে যোগ দেননি।

আরেকদিকে, বাংলায় বিজেপিকে ঠেকাতে তৃণমূল নেতৃত্ব বহিরাগত ইস্যু তুলে ধরেছে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের যুব নেতা তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা আর বিজেপির মহাসচিব কৈলাস বিজয়বর্গীয়কে বহিরাগত তকমা দিয়ে বৈতরণী পার করার আশায় রয়েছে।

তবে মাঝেমধ্যে এই বহিরাগত তকমাই তৃণমূলের দলীয় বিধায়কদের উপরে পড়ছে, যার কারণে দলে ভাঙনও দেখা দিয়েছে। এর আগে হাওড়ার বালির বিধায়ক বৈশালী ডালমিয়াকে বহিরাগত তকমা দিয়ে এলাকাজুড়ে একের পর এক পোস্টার লাগিয়েছিল তৃণমূলেরই একাংশ। আর তাঁর ফল স্বরুপ বৈশালী ডালমিয়া অমিত শাহের হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছেন।

আর এবার তৃণমূলের আরও এক বিধায়কের উপরে পড়ল বহিরাগত তকমা। এবার পূর্ব বর্ধমানের ভাতারের তৃণমূল বিধায়ক সুভাষ মণ্ডলের বিরুদ্ধে এলাকাজুড়ে পড়ল পোস্টার। সেই পোস্টারে পরিস্কার লেখা, ‘ভাতারবাসীর উন্নয়নের স্বার্থে ভূমিপুত্র বিধায়ক চাই। বহিরাগত বিধায়ক হটাও ভাতাড় বাঁচাও।” সাত সকালে এহেন পোস্টারে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য।

ভাতারের তৃণমূল বিধায়ক সুভাষ মণ্ডল আদতে ভারতের বাসিন্দা নন। তিনি আউশ গ্রামের নিবাসী। ২০১৬ সালে ভাতার বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে জয়লাভ করেছিলেন তিনি। এতদিন চুপ থাকলেও বিধানসভা নির্বাচনের আগে ওনার বিরুদ্ধে সরব হয়েছেন দলেরই একাংশ। ভাতারের বিধায়কের সঙ্গে স্থানীয় তৃণমূলের অনেক নেতারই মতবিরোধও আছে বলে জানা গিয়েছে।

আর সেই অন্তর্কলহ এবার প্রকাশ্যে এলো বিধানসভার আগে। নির্বাচনের আগে এলাকায় এহেন পোস্টারের ফলে চরম অস্বস্তিতে শাসক দল। আরেকদিকে, বৈশালী ডালমিয়ার মতো সুভাষ মণ্ডলও দল ছেড়ে বিজেপিতে যোগ দেবেন নাকি সেই নিয়ে জল্পনা তুঙ্গে।

The post বহিরাগত ইস্যুতে বিপাকে তৃণমূল! এবার দলীয় বিধায়কের বিরুদ্ধে পড়ল পোস্টার first appeared on India Rag .



from India Rag https://ift.tt/3qudPYA
Bengali News
 

Start typing and press Enter to search