বীরভূমঃ নির্বাচন এলেই রাজ্যের যেসমস্ত নেতাদের উক্তি সবথেকে বেশি জনপ্রিয় হয়, তাঁদের মধ্যে অন্যতম হলেন বীরভূম জেলার তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। এবারের নির্বাচনে ওনার ‘খেলা হবে” স্লোগান ব্যাপক ভাবে ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। সেই খেলা হবে স্লোগান দিয়ে গানও হয়ে গিয়েছে। বলে রাখি, এই খেলা হবে স্লোগানটি ওপার বাংলার এক রাজনৈতিক নেতার দেওয়া স্লোগান। আর সেই স্লোগান এখন এপার বাংলার তৃণমূল নেতাদের সবথেকে জনপ্রিয় স্লোগান হয়ে উঠেছে।
তবে এতদিন আমরা বাংলার দুঁদে নেতা অনুব্রত মণ্ডলের অনেক উক্তি শুনেছি। ওনার ‘শুঁটিয়ে লাল করে দেব” লজ্জা লাগেনা” উক্তি এতদিন ধরে রাজনীতির বাইরে বেরিয়েও আম জনতার মধ্যে তুমুল জনপ্রিয়তা পেয়েছিল। কিন্তু আপনি কি জানেন, এই দুঁদে রাজনৈতিকবীদ নিজের জীবনে কোনদিনও প্রেমের প্রস্তাব পাননি?
আজ ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষ্যে সেই দুঃখের কথাই জানালেন অনুব্রত মণ্ডল। তিনি বলেন, ওনাকে কেউ কোনদিনও প্রেমের প্রস্তাব দেয়নি। তবে আজকের এই প্রেম দিবসে দলের নেতা, কর্মী, সমর্থকদের শুভেচ্ছা জানালেন অনুব্রত মণ্ডল।
অনুব্রত মণ্ডল একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে বিখ্যাত হলেও তিনি বাংলার অরাজনৈতিক মানুষের মধ্যে বেশ জনপ্রিয়। অনুব্রতবাবুর বিভিন্ন মন্তব্য নিয়ে বারবার সোশ্যাল মিডিয়ায় মিমের বাহার দেখা দেয়। অনেক ইউটিউবারও অনুব্রত মণ্ডলের ডায়লগ নিয়ে নানান ভিডিও করে। তবে এই প্রেম দিবসের দিনে অনুব্রত মণ্ডল করে যা বললেন, সেটা হয়ত কারোর জানা ছিল না। আজ ওনার এই স্বীকারোক্তির কারণে ওনার এই অজানা অধ্যায়টিও সাবার সামনে উঠে এলো। ওনার এই মন্তব্যের পর সোশ্যাল মিডিয়ায় ওনাকে নিয়ে চর্চাও শুরু হয়ে গিয়েছে।
The post আমাকে কেউ কোনদিনও প্রেমের প্রস্তাব দেয়নি! প্রেম দিবসে আক্ষেপ অনুব্রত মণ্ডলের first appeared on India Rag .
from India Rag https://ift.tt/2LQkbm5
Bengali News