নয়া দিল্লীঃ পাকিস্তান দ্বারা ভারতে জঙ্গি ষড়যন্ত্রের বড়সড় পর্দাফাঁস হয়েছে। প্রতিবেশী দেশে বহাল তবিয়তে বসে থাকা জঙ্গিরা ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে নিশানা বানানোর কাজ করছিল। এই চাঞ্চল্যকর তথ্য জইশ-এ-মহম্মদ এর গ্রেফতার হওয়া এক জঙ্গি জানায়। জইশ এর এই জঙ্গিকে ৬ ফেব্রুয়ারি দক্ষিণ কাশ্মীরের শোপিয়ান থেকে গ্রেফতার করা হয়েছিল।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, জইশ এর ওই ধৃত জঙ্গি জানিয়েছে, সে পাকিস্তানের হ্যান্ডেলারদের কথা অনুযায়ী অজিত দোভালের অফিসের নজরদারি চালাচ্ছিল। রিপোর্টস অনুযায়ী, ধৃত জঙ্গি দিল্লীতে সরদার প্যাটেল অবন আর অন্য গুরুত্বপূর্ণ জায়গায় নজরদারি চালাচ্ছিল। এই চাঞ্চল্যকর তথ্য সামনে আসার পর অজিত দোভালের অফিস আর ওনার বাড়ির সুরক্ষা বাড়িয়ে দেওয়া হয়েছে।
পাকিস্তানের বিরুদ্ধে ২০১৬ সার্জিক্যা স্ট্রাইক আর ২০১৯ এ বালাকোট এয়ার স্ট্রাইকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন অজিত দোভাল। এরপর থেকেই তিনি পাকিস্তানি জঙ্গিদের হিটলিস্টে রয়েছেন।
ধৃত জঙ্গি হিদায়ত-উল্লাহ-মালিক জইশ এর ফ্রন্ট গ্রুপ ‘লস্কর-এ-মুস্তাফা” চীফ। গ্রেফতার হওয়ার সময় তাঁর থেকে প্রচুর পরিমাণে হাতিয়ার উদ্ধার হয়েছিল। জিজ্ঞাসাবাদে মালিক জানায়, ২০১৯ এ সে বিমানে করে শ্রীনগর থেকে দিল্লীতে আসে আর NSA অজিত দোভালের অফিসের ভিডিও বানিয়ে পাকিস্তানি হ্যান্ডলারকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেয়।
জিজ্ঞাসাবাদে মালিক জানায়, ২০১৯ এ সে হিজবুল মুজাহিদ্দিনে যুক্ত হয় আর জইশ-এর ওয়ার্কার হিসেবে কাজ করা শুরু করে। এরপর ২০২০ সালে সে জইশ-এ যুক্ত হয়। তবে আগস্ট মাসে সে নিজেই নিজের জঙ্গি সংগঠন বানিয়ে নেয়। মালিক পাকিস্তানে যাদের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল তাঁদের কোড নেম আর ফোন নম্বরও জানায়।
The post সার্জিক্যাল স্ট্রাইক আর এয়ার স্ট্রাইকের নায়ক অজিত দোভালকে নিশানা করল পাকিস্তান, অ্যালার্টে গোয়েন্দা বিভাগ first appeared on India Rag .
from India Rag https://ift.tt/3rP3F4Z
Bengali News