নয়া দিল্লীঃ দিল্লী পুলিশের সাইবার সেল কর্ণাটকের ব্যাঙ্গালুরু থেকে ২১ বছর বয়সী পরিবেশকর্মী দিশা রবিকে গ্রেফতার করেছে। দিশা রবিকে গ্রেটা থুনবার্গ-এর টুলকিট মামলায় গ্রেফতার করা হয়েছে।
বলে দিই, পরিবেশকর্মী দিশা রবি ফ্রাইডে ফর ফিউচার ক্যাম্পেইন ফাউন্ডার্সদের মধ্যে একজন। ৪ ফেব্রুয়ারি ২০২১ এ দিল্লী পুলিশ গ্রেটা থুনবার্গ-এর টুলকিট নিয়ে মামলা দায়ের করেছিল। এরপর থেকে দিল্লী পুলিশ টুলকিট মামলায় অভিযুক্তদের তল্লাশি শুরু করে দেয়। আর সেই ক্রমেই শনিবার দিশা রবিকে গ্রেফতার করা হয়েছে।
ভারতে চলা কৃষক প্রদর্শনের সমর্থনে পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ ট্যুইট করেছিলেন। গ্রেটা ট্যুইটে লিখেছিলেন, ‘আমরা ভারতে চলা কৃষকদের আন্দোলনের প্রতি ঐক্যবদ্ধ।” এরপর তিনি আরেকটি ট্যুইট করেন, সেখানে তিনি একটি ডকুমেন্ট শেয়ার করেছিলেন। ওই ডকুমেন্টে ভারত সরকারের উপর আন্তর্জাতিক চাপ সৃষ্টি করার পরিকল্পনা ছিল। পাঁচ দফায় ভারত সরকারের উপর চাপ সৃষ্টি করতে চেয়েছিলেন গ্রেটা থুনবার্গ। এরপর সেই ডকুমেন্টের প্রকৃত সত্য সামনে আসার পর গ্রেটা সেই ট্যুইট ডিলিট করে দেন।
The post গ্রেটা থুনবার্গ দ্বারা প্রো খালিস্তানি টুলকিট শেয়ার করার মামলায় ব্যাঙ্গালুরু থেকে গ্রেফতার এক first appeared on India Rag .
from India Rag https://ift.tt/2Zfb55o
Bengali News