বিতর্কিত মন্তব্যের জন্য AIMIM নেতারা প্রায়শই খবরের শিরোনামে উঠে আসেন। কখনো আসাউদ্দিন ওয়েসী তো কখনো আকবরউদ্দিন ওয়েসীর মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত হয়ে উঠে।
তাজা বিতর্ক বিহারের পাটনা থেকে সামনে আসছে। যেখানে বিজেপি নেতার এক মন্তব্যের পর AIMIM নেতার মন্তব্যে জোর বিতর্ক ছড়িয়েছে।
আসলে বিজেপি বিধায়ক হরীভূষণ ঠাকুর বলেছেন যে এক বিশেষ ধর্মের লোকেরা দেশে বেশি সংখ্যায় জনসংখ্যা বৃদ্ধি করছে। এই মন্তব্যের পাল্টা আসাউদ্দিন ওয়েসীর পার্টি AIMIM বিধায়ক আখতারুল ইমান আরেক বিতর্কিত মন্তব্য করেছেন।
আসলে আখতারুল ইমান বলেছেন যে, ছেলে পিলে জন্ম দেওয়া পুরুষত্বের পরিচয়। যাদের দম আছে তারা জনসংখ্যা বৃদ্ধি করুক। AIMIM বিধায়ক বলেন, জনসংখ্যা বৃদ্ধি হলে কোনো ক্ষতি হয় না। ভারত বড়ো দেশ এবং এখানে সকলের জীবনযাপনের অধিকার আছে।
আখতারুল ইমান আরো বলেন, কিছু লোকজন আছে যারা পরিস্থিতি বিগড়ানোর চেষ্টা করছে। ইমান বলেন তবে দেশের পরিস্থিতি খারাপ করতে আমরা দেব না। জানিয়ে দি, জনসংখ্যা বৃদ্ধি নিয়ে এর আগে আসাউদ্দিন ওয়েসী বিতর্কিত মন্তব্য করেছিলেন। আসাউদ্দিন ওয়েসী বলেছিলেন যে কোহিনুর পান বাচ্চা তৈরিতে সাহায্য করে। এক বিজেপি বিধায়ককে কটাক্ষ করে আসাউদ্দিন ওয়েসী এই মন্তব্য করেছিলেন।
The post জনসংখ্যা বৃদ্ধি করতে দম লাগে, যারা পারবে তারা করবে: অখতারুল ইমান, AIMIM বিধায়ক first appeared on India Rag .
from India Rag https://ift.tt/3uxTlka
Bengali News