নয়া দিল্লীঃ .গণতন্ত্র দিবসের দিনে কৃষকদের ট্রাক্টর প্যারেডে লাল কেল্লা সমেত দিল্লীর অনেক জায়গায় হিংসার ঘটনা সামনে আসে। এবার এর বিরুদ্ধে বড় অ্যাকশন নেওয়া হচ্ছে। দিল্লী পুলিশ হিংসার মামলায় দেশদ্রোহী আর UAPA ধারায় মামলা দায়ের করে নিয়েছে। এর সাথে সাথে দিলী পুলিশ মামলার তদন্তের দায়িত্ব স্পেশ্যাল সেলের হাতে তুলে দিয়েছে। দিল্লী পুলিশের এই পদক্ষেপ এবার কৃষক আন্দোলনের সাথে যুক্ত নেতাদের সমস্যা বাড়িয়ে তুলবে।
২৬ জানুয়ারি ঘটনার পর এবার দিল্লী পুলিশ দেশদ্রোহ আর UAPA ধারা অনুযায়ী মামলা দায়ের করেছে। দিল্লী পুলিশের আধিকারিক অনুযায়ী, যেই যেই জায়গায় হিংসা ছড়িয়েছে সেখানে তদন্ত হবে আর সমস্ত কৃষক নেতাদের জেরা করা হবে।
দিল্লী পুলিশের কমিশনার এস.এন শ্রীবাস্তব পুলিশকর্মীদের উদ্দেশ্যে বার্তা জারি করেছেন। তিনি বলেছেন, ‘আগামী কয়েকদিন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর এই কারণে আমাদের সতর্ক থাকা খুব জরুরী। কৃষক আন্দোলনের নামে হওয়া হিংসায় আমাদের ৩৯৪ জন সঙ্গী আহত হয়েছে। কয়েকজন ICU তে ভর্তি। ভেবেচিন্তে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে আমাদের। আমরা ধৈর্য আর অনুশাসন বজায় রাখব।”
The post বড় অ্যাকশন দিল্লী পুলিশের, হিংসায় UAPA আর দেশদ্রোহের ধারায় মামলা দায়ের first appeared on India Rag .
from India Rag https://ift.tt/3ckKLPa
Bengali News