-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

RSS হেডকোয়ার্টার উড়িয়ে দেওয়ার ও মোহন ভাগবতকে মারার হুমকি দিলেন কৃষক নেতা! ভাইরাল হলো ভিডিও

- January 07, 2021

মহারাষ্ট্র রাজ্য কিষান মহাসভার সচিব অরুণ বাঙ্কার সংবাদ মাধ্যমের সামনে এসে বড়োসড়ো হুমকি দিয়েছেন। অরুণ বাঙ্কার বলেছেন যে মোদী সরকার যদি কৃষকদের দাবি না মেনে নেয় তাহলে তিনি RSS এর হেডকোয়ার্টার উড়িয়ে দেবেন। শুধু এই নয়, তিনি মোহন ভাগবতকে মারার হুমকি পর্যন্ত দিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে বাঙ্কার বলেছেন, ‘মোদীর সামনের একটা রাস্তা খোলা আছে হয় আইন ফেরত নিক নাহলে উনাকে আত্মহত্যা করতে হবে। এটাই আমার স্পষ্ট মত।’

বাঙ্কার আরো বলেন, যদি কৃষকদের উপর গুলি চলে তাহলে সৈনিকরা বিদ্রোহ করবে। আমি নাগপুরে থাকি সেখানেই আরএসএস এর হেডকোয়ার্টার। মোদী কৃষকদের উপর গুলি চালালে RSS সদর দফতর উড়িয়ে দেব।

https://platform.twitter.com/widgets.js

বাঙ্কার বলেন, আমরা ছাত্র অবস্থা থেকে বিপ্লবী। বাঙ্কার বলেন যে এবার তারা পিছু হটবেন না। জানিয়ে দি, এমন অভদ্র ভাষায় কথা বলার জন্য উনার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। প্রসঙ্গত, এর আগেও এক ভিডিও কৃষক আন্দোলন থেকে ভাইরাল হয়েছিল। যেখানে কৃষক প্রধানমন্ত্রী মোদীকে গুলি করার হুমকি দিয়েছিল।

The post RSS হেডকোয়ার্টার উড়িয়ে দেওয়ার ও মোহন ভাগবতকে মারার হুমকি দিলেন কৃষক নেতা! ভাইরাল হলো ভিডিও first appeared on India Rag .



from India Rag https://ift.tt/35jOdoO
Bengali News
 

Start typing and press Enter to search