নয়া দিল্লীঃ কৃষি আইনের বিরুদ্ধে বিগত দুই মাস ধরে আন্দোলন করার কৃষকরা আজ দিল্লীর সীমান্তের আশেপাশে ট্রাক্টর র্যালি বের করে। এই র্যালির কারণে দিল্লীর বেশ কিছু জায়গায় কৃষক আর পুলিশের মধ্যে সংঘর্ষ বাধে। পুলিশের তরফ থেকে কাঁদানে গ্যাস ছুঁড়ে কৃষকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করা হয়। এরপর কৃষকরা লাল কেল্লায় পৌঁছায় সেখানে গিয়ে তাঁরা নিজেদের পতাকা উত্তোলন করে।
83 Police personnel were injured after being attacked by agitating farmers in Delhi today: Delhi Police
— ANI (@ANI) January 26, 2021
https://platform.twitter.com/widgets.js
ট্রাক্টর প্যারেডে হওয়া হিংসায় দিল্লী পুলিশের ৮৩ জওয়ান আহত হয়েছে। নর্থ ডিস্ট্রিক্টে ৪৫ জন পুলিশকর্মীকে সিভিল লাইন হাসপাতালের ট্রমা সেন্টারে ভর্তি করানো হয়। ১৮ জন পুলিশ কর্মী LNJP হাসপাতালে ভর্তি হয়েছে। অনেক পুলিশকর্মীর অবস্থা শোচনীয় বলে জানা যাচ্ছে।
The post কৃষকদের ট্রাক্টর প্যারেডে হওয়া হিংসায় ৮৩ জন পুলিশকর্মী আহত, ৪৫ জন ভর্তি ট্রমা সেন্টারে first appeared on India Rag .
from India Rag https://ift.tt/3a2MiXj
Bengali News