লখনউঃ উত্তর প্রদেশের যোগী আদিত্যানাথ সরকারের দুর্নীতির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার লাগাতার জারি আছে। রাজ্য সরকার উত্তর প্রদেশের তথ্য বিভাগের ৪ জন বড় অফিসারকে শাস্তি দিয়ে তাঁদের চাপরাসি, চৌকিদার, সিনেমা অপারেটর আর সহায়ক বানিয়ে দিয়েছে।
নিয়মের বিরুদ্ধে প্রোমোশন করিয়ে নেওয়ার জন্য ৪ আপার জেলা সূচনা আধিকারিকদের বিরুদ্ধে কড়া অ্যাকশন নেয় যোগী সরকার। রাজ্য সরকার কড়া পদক্ষেপ নিয়ে উত্তর প্রদেশের তথ্য বিভাগের ৪ জন বড় অফিসারকে শাস্তি দিয়ে তাঁদের চাপরাসি, চৌকিদার, অপারেটর আর সহায়ক বানিয়ে দেয়।
এ বিষয়ে তথ্য ও জনসংযোগ অফিস দ্বারা জারি করা আদেশে বলা হয়েছে যে ২০১৪ সালের ৩ নভেম্বর এই কর্মকর্তাদের বিধি বিপরীতে পদোন্নতি দেওয়া হয়েছিল। সুতরাং, প্রত্যেককে তাদের মূল অবস্থান থেকে বঞ্চিত করা হচ্ছে। জানিয়ে দিই যে হাইকোর্টে এই বিষয়ে একটি পিটিশন দায়ের করা হয়েছিল, যেখানে বিধি বিপরীতে পদোন্নতি নিয়ে প্রশ্ন উত্থাপিত হয়েছিল। এরপরই সবাইকে ডিমোশন করা হয়।
The post নিয়ম ভেঙে প্রোমোশন নিয়েছিল ৪ বড় অফিসার, তাঁদের চাপরাসি আর চৌকিদার বানিয়ে দিল যোগী সরকার first appeared on India Rag .
from India Rag https://ift.tt/3scdWJG
Bengali News