কিছুদিন আগে মধ্যপ্রদেশের ইন্দোরে লাভই শোতে ভগবান রাম, মাতা সীতাকে নিয়ে অভদ্র মন্তব্য করায় কমেডিয়ান মুনাব্বর ফারুকীকে ইন্দোর পুলিশ গ্রেফতার করেছিল। লাইভ শোতে মুনাব্বর ফারুকী দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে গালাগালি পর্যন্ত করেছিল। এখন সেই মামলায় ফারুকীর সমস্যা বাড়তে চলেছে।
আসলে ফারুকীর বিরুদ্ধে উত্তরপ্রদেশে প্রয়াগরাজে মামলা দায়ের হয়েছে। যারপর প্রয়াগরাজ পুলিশ ফারুকীকে রিমান্ডে উত্তরপ্রদেশ আনার প্ৰস্তুতি নিচ্ছে। জানিয়ে দি, ফারুকী এখন ইন্দোরে জেলে রয়েছে। এই অবস্থাতেই উত্তরপ্রদেশ পুলিশ ফারুকীকে প্রয়াগরাজে নিয়ে আসার প্রস্তুতি শুরু হয়ে গেছে।
জানিয়ে দি, ফারুকী গুজরাটের বাসিন্দা এবং ফারুকী ছাড়াও আরো ৪ জনের উপর অভিযোগ দায়ের করা হয়েছে। অন্যদিকে কমেডিয়ান জামিন পাবে কিনা আদালত তার সিদ্ধান্ত এক সপ্তাহ পর নেবে।
এই বছরের শুরুতেই ক্যাফে 56 দোকান এরিয়ায় একটা কমেডি শো এর আয়োজন করা হয়েছিল। যেখানে একলব্য সিং নামের ব্যাক্তি তার বন্ধু বান্ধবরাও গেছিলেন। তবে সেখানে কমেডিয়ান ফারুকী ভগবানকে নিয়ে অভদ্র মন্তব্য করেন। যা নিয়ে তৎক্ষণাৎ ঝামেলা বেঁধে যায়। এরপর একলব্য সিং এর অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে।
The post দেব দেবীকে নিয়ে অভদ্র মন্তব্য করা কমেডিয়ান মুনাব্বর ফারুকীর উপর কড়া একশন যোগী পুলিশের, নিয়ে আসা হবে উত্তরপ্রদেশে first appeared on India Rag .
from India Rag https://ift.tt/2XQJu9X
Bengali News