নয়া দিল্লীঃ ভারত সরকার বড় ঘোষণা করে জানিয়েছে যে ১৬ ই জানুয়ারি থেকে ভারতে টিকাকরণ অভিযান শুরু হবে। কোভিড-১৯ এর টিকাকরণ অভিযান অনুযায়ী স্বাস্থ্য কর্মী আর ফ্রন্টলাইন কর্মীদের প্রাথমিকতা দেওয়া হবে। প্রায় তিন কোটি মানুষকে প্রথমে কোভিড টিকা দেওয়া হবে। এরপর ৫০ বছরের বেশি আর ৫০ বছরের কম বয়সের মানুষ যারা করোনায় চিকিৎসাধীন এবং গুরুতর অসুস্থ, তাঁদের টিকা দেওয়া হবে। এদের সংখ্যা প্রায় ২৭ কোটির আশেপাশে।
India to start COVID-19 vaccination drive from January 16, healthcare, frontline workers to get priority
Read @ANI Story | https://t.co/VMfvGjGU3K pic.twitter.com/AxXKs44h8m
— ANI Digital (@ani_digital) January 9, 2021
https://platform.twitter.com/widgets.js
জানিয়ে দিই, এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার করোনার টিকাকরণ নিয়ে রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলের প্রস্তুতি খতিয়ে দেখতে একটি উচ্চ স্তরীয় বৈঠক করেন। বৈঠকে ক্যাবিনেট সচিব, প্রধান সচিব, স্বাস্থ্য সচিব আর অন্যান্য বরিষ্ঠ আধিকারিকরা অংশ নিয়েছিলেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বৈঠকের পরেই এই বড় সিদ্ধান্ত নেন।
The post গোটা বিশ্ব দেখবে আত্মনির্ভর ভারতের শক্তি, ১৬ জানুয়ারি থেকে দেশে টিকাকরণের অভিযান চালানো ঘোষণা প্রধানমন্ত্রীর first appeared on India Rag .
from India Rag https://ift.tt/399a2s4
Bengali News