নয়া দিল্লীঃ কিংফিশার এয়ারলাইন্স (Kingfisher Airlines) লিমিটেডের মালিক তথা পলাতক মদ ব্যবসায়ী বিজয় মাল্যর (Vijay Mallya) বিরুদ্ধে কড়া অ্যাকশন নিল Enforcement Directorate। শুক্রবার ED ফ্রান্সে বিজয় মাল্যর ১.৬ মিলিয়ন ইউরোর সম্পত্তি বাজেয়াপ্ত করে নেয়। উল্লেখ্য, বিজয় মাল্যর মামলা এখন লন্ডনের আদালতে বিচারাধীন। ২০১৬ সালে ৯ হাজার কোটি টাকার ঋণ খেলাপি করে ভারত ছেড়ে ব্রিটেনে পালিয়ে যান বিজয় মাল্য। এরপর ভারত ব্রিটেনের কাছে বিজয় মাল্যর প্রত্যর্পণের দাবি জানায়। ২০১৮ সালের ডিসেম্বর মাল্যকে ভারতে প্রত্যর্পণের নির্দেশ দেয় ব্রিটেনের ম্যাজিস্ট্রেট’স কোর্ট। ব্রিটেনের ম্যাজিস্ট্রেট’স কোর্ট-এর নির্দেশের বিরুদ্ধে মাল্য ব্রিটেনের সুপ্রিম কোর্টে আবেদন করে। আরও তখন থেকেই মাল্যর প্রত্যর্পণের মামলা চলে আসছে ব্রিটেনের আদালতে।
The post পলাতক মদ ব্যবসায়ী বিজয় মালিয়াকে বড় ঝটকা ED’র, ফ্রান্সে বাজেয়াপ্ত হল ১.৬ মিলিয়ন ইউরোর সম্পত্তি first appeared on India Rag .
from India Rag https://ift.tt/33J5oPM
Bengali News