পাকিস্তান টেলিকম কর্তৃপক্ষ (PTA) ইন্টারনেট জায়ান্ট গুগল ও উইকিপিডিয়াকে হুমকি দিয়েছে। কিছু নিন্দামূলক বিষয়বস্তু ছড়িয়ে দেওয়ার প্রসঙ্গে PTA গুগলের উপর অপত্তি জানিয়েছে। এই পরিপ্রেক্ষিতে PTA গুগল ও উইকিপিডিয়াকে নোটিস জারি করেছে।
নোটিসে বলা হয়েছে, তাদের দাবি করা বিষয়বস্তুকে ডিলেট করতে হবে নাহলে ভুগতে হবে। যদি উক্ত বিষয়বস্তু মুছে ফেলা না হয় তবে আইনি পরিস্থিতি মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। এই নোটিস পাকিস্তানের অবৈধ অনলাইন কন্টেন্ট নিয়ম ২০২০ এর আওতায় জারি করা।হয়েছে।
পাকিস্তান রেগুলেটরস এক প্রেস রিলিজ করে বলেছে, তারা আহমেদিয়া সম্প্রদায় দ্বারা আপলোড করা পবিত্র কোরানের বেশকিছু অনৈতিক সংগস্করণ সংক্রান্ত অভিযোগ পেয়েছে। এখানে সেই পৃষ্ঠার কথা বলা হয়েছে যেখানে ধার্মিক নেতা মির্জা মাসরুর আহমেদকে খলিফা বা ইসলামের নেতা হিসেবে দেখানো হয়েছে। পাকিস্তানে মির্জাকে ইসলামের নেতা দেখানো অপরাধ বলে দাবি করা হয়েছে।
লক্ষণীয় পাকিস্তান মামলটিকে গম্ভীরতার সাথে নিয়ে গুগল থেকে এই জাতীয় বিষয়বস্তু ডিলেট করার নির্দেশ দিয়েছে। একই সাথে আইনি পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছে। এছাড়াও উইকিপিডিয়ায় পেগম্বর মহম্মদের কার্টুন ছবি দেখানোর উপরেও প্রেস রিলিজ করে আপত্তি জানানো হয়েছে।
The post নবী মহম্মদের কার্টুন দেখানোয় গুগল, উইকিপিডিয়ার উপর রেগে উঠল পাকিস্তান! দিল একশন নেওয়ার হুমকি first appeared on India Rag .
from India Rag https://ift.tt/3roIl7b
Bengali News