তামিলনাড়ুর এক মন্দিরে আবারও চুরির ঘটনা সামনে এসেছে। জানা গেছে অজ্ঞাত পরিচয়ের দুষ্কৃতীরা থানজাবুর জেলার তিরুভিদাইমারুথুর এলাকায় অবস্থিত এক মন্দিরে লুটপাট করা হয়েছে বলে জানা গেছে। লুটপাট হওয়া মন্দির অত্যন্ত প্রাচীন বলে জানা গেছে। মন্দিরে স্থাপিত দেবী মূর্তির সোনার মঙ্গল সূত্র চুরি করে নেওয়া হয়েছে।
তামিলনাড়ুর এই মন্দিরটি প্রায় ৩৫০ বছর পুরানো বলে জানা গেছে। পূজারী শিবানন্দিয়ার সেনাথীপাঠি মন্দিরের তালা দেওয়ার পর বাড়ি চলে গিয়েছিলেন। পরের দিন মন্দিরের গার্ডরা মুখ্য দরজা খোলার পর দেখেন যে তালা ভাঙা অবস্থায় রয়েছে।
মন্দিরে প্রবেশ করার পর দেখা যায় যে, ভাঙচুরের সাথে সাথে পুজো পাঠে ব্যাবহৃত জিনিসপত্র ইত্যাদি চুরি হয়েছে। ঘটনা জানাজানি হওয়ার পর মন্দির কর্তৃপক্ষ থানায় অভিযোগ জানিয়েছে। এই ঘটনা প্রসঙ্গে অনেকে প্রশাসনের নিষ্ক্রিয়তাকে দায়ী করেছেন।
এক প্রতিবেদন অনুযায়ী, মন্দির কর্তৃপক্ষ প্রশাসনের কাছে বার বার অভিযোগ জানিয়ে এসেছে। তা সত্ত্বেও মন্দিরের জন্য কোনো সুরক্ষা প্রদান করা হয়নি।
The post তামিলনাড়ু: ৩৫০ বছরের মন্দিরে ভাঙচুর, সোনার মঙ্গল সূত্র চুরি first appeared on India Rag .
from India Rag https://ift.tt/3r95la9
Bengali News