রাজনীতিতে নতুন হলেও বেশ সক্রিয় হয়ে বিরোধীদের আক্রমনে লেগে পড়েছেন তৃণমূল সাংসদ নুসরাত জাহান। কৃষি বিল নিয়ে বিরোধিতা হোক বা GDP সব ক্ষেত্রেই তৃণমূলের অন্য সাংসদদের থেকে বেশি আক্রমক রূপে দেখা মিলছে নুসরাতকে। সোশ্যাল মিডিয়ায় প্রায়শই নুসরাত জাহান নানা ইস্যুকে কেন্দ্র করে নরেন্দ্র মোদী সরকার ও বিজেপিকে আক্রমন করে থাকেন।
সম্প্রতি এক টুইট করে আবারও বিজেপি ও নরেন্দ্র মোদী আক্রমন করেছন নুসরাত জাহান। তৃণমূল সাংসদ টুইট করে লিখেছেন, বিজেপির নেতারা পশ্চিমবঙ্গে আসেন শুধুমাত্র ফটো তোলার জন্য। কিন্তু যখন কৃষকদের সমস্যা সমাধান করার প্রসঙ্গ আসে তখন নিশ্চুপ হয়ে যান।
নুসরাত জাহান টুইট করে আরো বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আরো মনে রাখা উচিত যে রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার জন্য দিদিকে বারবার আক্রমন করা হচ্ছে এটা বাংলার মানুষ ভুলবে না।
PM @narendramodi must remember that people of Bengal WILL NOT forget the repeated targeting of #Didi for political gains! @BJP4India leaders come to Bengal for photo-ops but when it comes to resolving issues of our farmer brethren, they are clueless!#ModiAgainstFarmers
— Nusrat Jahan Ruhi (@nusratchirps) December 26, 2020
https://platform.twitter.com/widgets.js
প্রসঙ্গত জানিয়ে দি, কৃষক আন্দোলন নিয়ে বিরোধীরা মোদী সরকারকে ঘিরতে শুরু করেছে। একের পর এক বিরোধী নেতা নেত্রীরা কৃষি আইন নিয়ে প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে মুখর হয়েছেন। এখন সেই তালিকায় নাম লিখিয়েছেন তৃণমূল সাংসদ নুসরাত জাহান।
The post দিদিকে বার বার আক্রমন করা হচ্ছে, এটা বাংলার মানুষ ভুলবে না! নরেন্দ্র মোদীকে আক্রমন নুসরাতের first appeared on India Rag .
from India Rag https://ift.tt/2WKDXkR
Bengali News