নয়া দিল্লীঃ পাকিস্তানের বালুচিস্তানে সশস্ত্র বাহিনীর হামলায় কমপক্ষে সাতজন পাক জওয়ানের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। বালুচিস্তানের হারনাই জেলায় বন্দুকবাজের হামলায় পাকিস্তানি সেনার মধ্যে আতঙ্কের মহল সৃষ্টি হয়েছে। প্রাপ্ত খবর অনুযায়ী, বালুচিস্তানের হারনাই জেলার চেকপোস্টে কর্তব্যরত ছিল পাক জওয়ানরা। সেখানেই হামলা চালায় সশস্ত্র বাহিনী। এই ঘটনার জেরে সাত পাক জওয়ান ঘটনাস্থলেই প্রাণ হারায়। আহতদের হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসা চালানো হচ্ছে।
এই হামলার পর পাকিস্তান সেনার তরফ থেকে একটি বয়ান জারি করে বলা হয়েছে যে, বালুচিস্তানের হারনই জেলার একটি চেকপোস্টে প্যারামিলিটারি ফোর্সের উপর হামলা চালায় একদল বন্দুকবাজ। এলোপাথাড়ি গুলি চালাতে থাকে তারা। এই হামলায় সাতজন জওয়ান শহীদ হয়েছে। আরও কয়েকজন আহত হয়েছে। কোনও সংগঠনই এই হামলার দায় স্বীকার করেনি।
The post বালোচিস্তানে পাক সেনার উপর ভয়াবহ হামলা জঙ্গিদের, মৃত সাত পাক জওয়ান first appeared on India Rag .
from India Rag https://ift.tt/3nTX9Z3
Bengali News