কলকাতাঃ বিজেপির (Bharatiya Janata Party) সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda) মিশন পশ্চিমবঙ্গ (West Bengal) অভিযান নিয়ে আজ দুদিনের সফরে কলকাতায় এসেছেন। কলকাতায় ঢাক-ঢোল বাজিয়ে ওনাকে স্বাগত জানানো হয়। দমদম বিমানবন্দরে প্রচুর সংখ্যক বিজেপির কর্মীরা ওনাকে স্বাগত জানানোর জন্য পৌঁছেছিল। বিজেপির মহিলা কর্মীরা শাঁখ বাজিয়ে ওনাকে স্বাগত জানান।
West Bengal: BJP national president Jagat Prakash Nadda arrives in Kolkata. https://t.co/bc1o4a8lDB pic.twitter.com/5xu0ejyJ78
— ANI (@ANI) December 9, 2020
https://platform.twitter.com/widgets.js
এরপর বিজেপির সর্বভারতীয় সভাপতি আজ কলকাতায় নির্বাচনী কার্যালয় সমেত ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ৯ টি কার্যালয়ের উদ্বোধন করেন। বিজেপির কর্মীদের সামনে ভাষণ দেওয়ার সময় জেপি নাড্ডা (JP Nadda) বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) হলেন অসহিষ্ণুতার অপর নাম। রবীন্দ্রনাথ ঠাকুর ভারতকে একটি নতুন দিগন্ত দিয়েছিলেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে রবীন্দ্রনাথের পৃষ্ঠভূমিতে অসহিষ্ণুতা বেড়েই চলেছে।
বিজেপির সভাপতি জেপি নাড্ডা বলেন, কার্যালয় সংস্কারের কেন্দ্র, বিজেপি কার্যালয় থেকে নিয়ন্ত্রিত হয়, কিন্তু অন্যদল বাড়ি থেকে চলে। সেটাই তাদের কার্যালয়। অন্য দলের কাছে পরিবারই পার্টি, তৃণমূল কংগ্রেসও আলাদা নয়। তৃণমূলও পারিবারিক দল হয়ে উঠেছে। কিন্তু বিজেপির কাছে পার্টিই হল পরিবার।
তিনি বলেন, পশ্চিমবঙ্গে বিজেপি এক দীর্ঘ লড়াই লড়েছে। অনেক বছর আগে এরাজ্যে আমাদের ভোট মাত্র ৪ শতাংশ ছিল। ২০১৪ সালে আমরা দুটি আসনে জয়লাভ করেছিলেন আমাদের ভোট শতাংশ তখন ১৮% হয়ে গিয়েছিল। ২০১৯ এর নির্বাচনে আমরা ৪০ শতাংশ ভোট পাই। এবার আমরা বিধানসভায় ২০০ টি আসনে জয়লাভ করবে।
জানিয়ে দিই, বিজেপির সভাপতি জেপি নাড্ডা এবার মিশন পশ্চিমবঙ্গের শুভারম্ভ মমতা বন্দ্যোপাধ্যায়ের গড় থেকেই শুরু করেছেন। নাড্ডা আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এলাকা ভবানীপুর থেকে জনসম্পর্ক র্যালি করবেন। আর ১০ তারিখ তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এলাকা ডায়মন্ড হারবারে জনসভা করবেন।
The post ২০০ আসন নিয়ে বাংলায় ক্ষমতায় আসব পারলে রুখে নিক, কলকাতা থেকে হুঙ্কার জেপি নাড্ডার first appeared on India Rag .
from India Rag https://ift.tt/3ncAJSs
Bengali News