ব্যাঙ্গালুরুঃ কর্ণাটক রাজ্যের বিধান পরিষদের সহ-সভাপতি ধর্মগৌড়ার দেহ চিকম্যাঙ্গালুরুর কডুরের কাছে একটি রেলওয়ে ট্র্যাক থেকে উদ্ধার হয়। সেখান থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার হয়েছে। কিছুদিন আগে সদনে ওনার সাথে দুর্ব্যবহার হয়েছিল। ওনার মৃত্যুতে প্রাক্তন প্রধানমন্ত্রী তথা জনতা দল সেকুলারের নেতা এইচডি দেবেগৌড়া বলেন, ‘রাজ্য বিধানপরিষদের সহ-সভাপতি তথা জেডিএস নেতা ধর্মগৌড়ার আত্মহত্যার খবর পেয়ে আমি স্তম্ভিত। উনি একজন শান্ত আর ভদ্র মানুষ ছিলেন। এটি রাজ্যের অপূরণীয় ক্ষতি।”
It is shocking to learn the news of Deputy Speaker of State Legislative Council and JDS leader SL Dharmegowda's suicide. He was a calm and decent man. This is a loss of the state: HD Deve Gowda, former PM and JDS leader (File pic) https://t.co/3NHL9rJElz pic.twitter.com/BtdaLzjtwF
— ANI (@ANI) December 29, 2020
https://platform.twitter.com/widgets.js
জানা যায় যে, ওনার দেহ মঙ্গলবার ভোর রাতে পাওয়া গিয়েছে। সাধারণ জীবন যাপন করা ৬৪ বছরের ধর্মগৌড়ার তখন চর্চায় আসেন, যখন কিছুদিন আগে রাজ্যের প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতারা সদনের মধ্যে অবৈধ ভাবে অধিবেশনের সভাপতিত্ব করার জন্য ওনার সাথে দুর্ব্যবহার করেছিল।
কংগ্রেসের কয়েকজন বিধায়ক ওনাকে বিধানসভার সভাপতির আসন থেকে টেনে হিঁচড়ে নামিয়ে দিয়েছিল আর ওনার বিরুদ্ধে অভিযোগ করেছিল যে, বিজেপির সাথে মিলে ইনি কংগ্রেসের উচ্চ সদনের সভাপতি চন্দ্র শেট্টিকে বের করে দিয়েছেন। জানিয়ে রাখি, ২০১৮ সালে ধর্মগৌড়া নির্বিরোধ নির্বাচিত হয়েছিলেন।
The post রেলওয়ে ট্র্যাকে মিলল কর্ণাটকের বিধান পরিষদের সহ-সভাপতির দেহ! কিছুদিন আগে কংগ্রেস বিধায়করা করেছিল দুর্ব্যবহার first appeared on India Rag .
from India Rag https://ift.tt/3o0y9jc
Bengali News