নয়া দিল্লীঃ বাংলাদেশ (bangladesh) আর পশ্চিমবঙ্গ থেকে বিতারিত বিখ্যাত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন (Taslima Nasrin) এবার বাংলাদেশের ধর্মস্থলে রোজ ধর্ষণ হওয়ার অভিযোগ করেছেন।
তসলিমা নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এই ঘটনা নিয়ে সরব হয়েছেন। তিনি নিজের ট্যুইটার অ্যাকাউন্টে একটি আর্টিকেল শেয়ার করে লিখেছেন, ‘বাংলাদেশে রোজই ইমাম আর মাদ্রাসা শিক্ষকরা ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধ করে চলেছে। আল্লাহর নামে ধর্ষণ হচ্ছে। মাদ্রাসার ধর্ষক শিক্ষক, মসজিদের ধর্ষক ইমামদের মতে যদি তাঁরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে তাদের সমস্ত দোষ ধুয়ে যাবে। কারণ আল্লাহ ক্ষমা করে দেবে।”
Imams and Madrasa teachers have been raping children in mosques and madrasas in Bangladesh everyday. They rape in the name of Allah. They know Allah is merciful, so Allah will forgive their sins only if they pray 5 times a day. https://t.co/Yeq13ldxrb
— taslima nasreen (@taslimanasreen) December 7, 2020
https://platform.twitter.com/widgets.js
জানিয়ে দিই, তসলিমা নাসরিন ধর্মের নামে হওয়া অধর্ম নিয়ে সর্বদাই সরব হয়ে থাকেন। আর এই কারণে কট্টরপন্থীরা ওনার বিরুদ্ধে ফতোয়া জারি করে হত্যার হুমকি দেয়। আর সেই কারণেই তিনি বাংলাদেশ থেকে নির্বাসিত হয়ে এখন ভারতে বসবাস করছেন।
The post বাংলাদেশের মসজিদ আর মাদ্রাসায় রোজ ধর্ষণ হয়! বিস্ফোরক অভিযোগ তসলিমা নাসরিনের first appeared on India Rag .
from India Rag https://ift.tt/36V4txD
Bengali News