নয়া দিল্লীঃ দিল্লী পুলিশ পাকিস্তানের (Pakistan) ষড়যন্ত্র বিফল করে দুই খালিস্তানি (Khalistan) জঙ্গিকে গ্রেফতার করল। এই দুই জঙ্গি পাঞ্জাবের লুধিয়ানার বাসিন্দা। তাঁরা দিল্লীতে হাতিয়ার নিয়ে এসেছিল।
পুলিশ জানায়, দিল্লী পুলিশের স্পেশ্যাল সেল খবর পেয়েছিল যে বব্বর খালসা (Babbar Khalsa) ইন্টারন্যাশানাল এর দুই জঙ্গি দিল্লীর নিরকারি গ্রাউন্ডের পাশে ৫ সেপ্টেম্বর রাতে অস্ত্র নিতে আসবে। এরপর দিল্লী পুলিশ ঘাঁত লাগিয়ে বসে দুই জঙ্গিকে গ্রেফতার করে। দুই জঙ্গির কাছ থেকে ৬ টি পিস্তল আর ৪০ টি কারতুস উদ্ধার করা হয়েছে।
দুই জঙ্গিকে পাঞ্জাবের লুধিয়ানার বাসিন্দা ভুপিন্দর ওরফে দিলাবর সিং আর কুলবন্ত সিং রুপে চিহ্নিত করা হয়েছে। জিজ্ঞাসাবাদে জঙ্গিরা পুলিশকে জানায় যে, তাঁদের নিশানায় পাঞ্জাব আর দিল্লীর বড়বড় নেতারা ছিল। আর এই কাজ করার জন্য বিদেশে বসে থাকা তাঁদের জঙ্গি মালিকরা নির্দেশ দিয়েছিল।
জানিয়ে দিই, এর আগেও ৩০ আগস্ট খালিস্তানি জিন্দাবাদ ফোর্সের দুই জঙ্গিকে গ্রেফতার করা হয়েছিল। তাঁরা শিখ ফর জাস্টিস নামের আরেকটি জঙ্গি সংগঠনের সাথে যুক্ত ছিল। তাঁরা ১৪ই আগস্ট মোঙ্গা জেলার ডিসি দফতরে খালিস্তানি ঝাণ্ডা লাগিয়েছিল।
The post ব্যর্থ হল পাকিস্তানের গভীর ষড়যন্ত্র, দিল্লী থেকে গ্রেফতার দুই খালিস্তানি জঙ্গি first appeared on India Rag.
The post ব্যর্থ হল পাকিস্তানের গভীর ষড়যন্ত্র, দিল্লী থেকে গ্রেফতার দুই খালিস্তানি জঙ্গি first appeared on India Rag .
from India Rag https://ift.tt/3hdytXG
Bengali News