নয়া দিল্লীঃ নেপালে (Nepal) রাজনৈতিক সঙ্কট বেড়ে গিয়েছে। রবিবার সকালে একটি মিটিংয়ের পর নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি (KP Sharma Oli) সদন ভঙ্গ করার সুপারিশ করেছে। প্রধানমন্ত্রী ওলির এই সুপারিশ নেপালের সংবিধান বিরোধী। এবার সদন ভঙ্গ হবে কি না, সেটার সিদ্ধান্ত আদালত করবে।
জানিয়ে রাখি, সদন ভঙ্গ করার নিয়ম নেপালের সংবিধানে নেই, আর এই কারণে প্রধানমন্ত্রী ওলির এই সিদ্ধান্তকে আদালতে চ্যালেঞ্জ জানানো যেতে পারে। নেপালে বিগত কয়েকমাস ধরে রাজনৈতিক উথালপাথাল জারি আছে।
উল্লেখ্য, নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির উপর একটি বিল ফেরত নেওয়ার চাপ ছিল, ওই বিলটি গত মঙ্গলবার জারি করা হয়েছিল। ওই বিল সাংবিধানিক পরিষদ অধিনয়ম সম্পর্কিত ছিল। ওলি সরকারের বিলকে নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভাণ্ডারী গত মঙ্গলবার মঞ্জুরি দিয়েছিল।
নেপালের বিদ্যুৎ মন্ত্রী বর্ষমান পুণ একটি স্থানীয় পত্রিকা জানান যে, আজকের মন্ত্রীমণ্ডলের মিটিংয়ে সদন ভঙ্গ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এই নিয়ে রাষ্ট্রপতির কাছে একটি প্রস্তাবও পাঠানো হয়েছে।
The post সরকার ভাঙার সুপারিশ নেপালি প্রধানমন্ত্রী ওলির, দেশে আবারও রাজনৈতিক অস্থিরতা first appeared on India Rag .
Bengali News