কলকাতাঃ দল ছাড়লেন তৃণমূল (All India Trinamool Congress) বিধায়ক শীলভদ্র দত্ত (Silbhadra Datta)। তৃণমূলের প্রাথমিক সদস্যপদ থেকে তিনি ইস্তফা দেন। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) চিঠি লিখে তিনি পদত্যাগ করেন। গতকাল শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), জিতেন্দ্র তিওয়ারি (Jitendra Tiwari) আর শ্যামাপ্রসাদের পদত্যাগের পর আজ শীলভদ্র দত্তও তৃণমূলের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করলেন।
দুদিন আগেই ব্যারাকপুরের এই বিধায়ক বলেছিলেন যে, তিনি দল ছাড়ছেন না। এরপর খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক আর প্রশান্ত কিশোর ওনার সাথে ওনার বাড়িতে দেখা করতে যান। কিন্তু উনি দেখা করেন নি বলেই সুত্রের খবর। জল্পনা উঠছে যে, আগামীকাল মেদিনীপুরে অমিত শাহের সভায় শুভেন্দু অধিকারীর সাথে তিনি বিজেপিতে যোগ দিতে পারেন। তবে উনি ছাড়াও আরও তৃণমূলের বিধায়ক আগামীকাল বিজেপিতে যোগ দেওয়ার কথা।
The post সকাল হতেই শুরু হল দল ছাড়ার হিড়িক, এবার দলত্যাগ করলেন আরও এক তৃণমূল বিধায়ক first appeared on India Rag .
from India Rag https://ift.tt/3oZrYMj
Bengali News