দক্ষিণ ভারত হিন্দু সংস্কৃতির বহু পুরানো নিদর্শনের জন্য একটা বড়ো স্ত্রোত হিসেবে কাজ করে। বিষয়ে করে প্রাচীন মন্দির, স্থাপত্য ইত্যাদির জন্য কর্নাটক, তামিলনাড়ুর মতো রাজ্য পর্যটকদের কাছে খুবই বিখ্যাত। এমনি এক প্রাচীন স্থাপত্য এখন চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে, তবে ভুল কারণের জন্য।
আসলে সোশ্যাল মিডিয়ায় এক ছবি শেয়ার করা হচ্ছে। ছবিতে একটা প্রাচীন স্তম্ভকে ড্রেনের উপর রাখা অবস্থায় দেখা যাচ্ছে। স্তম্ভের উপর অনেক আকৃতি, নিদর্শন দেখা যাচ্ছে যেগুলি দক্ষিণ ভারতের মন্দিরের স্তম্ভের উপর দেখা যায়। লোকজন দাবি করেছেন যে ছবিটি তামিলনাড়ুর কাঁচিপুরমের পেরিয়ার কোনো স্থানের ছবি।
In the historic city of Kancheepuram, India's heritage becomes a support beam for drainage channel. pic.twitter.com/hyBKGxsiPB
— DharmaRakshak (@oldhandhyd) December 27, 2020
https://platform.twitter.com/widgets.js
ধৰ্ম রক্ষক নামের এক টুইটার হ্যান্ডেল থেকে ছবিটি টুইট করে বলা হয়, ঐতিহাসিক শহর কাঁচিপুরমে ভারতের ঐতিহ্য ড্রেনেজ চ্যানেলকে সাপোর্ট করছে। ছবির উপর অনুমান লাগিয়ে অনেকে বলেছেন, এটা সম্ভবত ৬০০ বছর পুরানো শিব মন্দিরের স্তম্ভের ছবি।
Looks like the images from a Shivan temple which is 600 years old.
— Ramanathan (@ImAssassin7) December 28, 2020
https://platform.twitter.com/widgets.js
আদিত্য নামের এক টুইটার ইউজার লোকেশন শেয়ার করে বলেছেন যে ছবিটি কাঁচিপুরমের পেরিয়ার।
The lazy officers of @ASIGoI don't have time for these but if any Muslim mausoleum they wag their loyal tail
—
![]()
(@right_tweeter) December 27, 2020
https://platform.twitter.com/widgets.js
কিছুজন ASI কে ট্যাগ করে বলেছেন এটার উপর তদন্ত করতে বলেছেন। অনেকে আবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীকে ট্যাগ করে একশন নেওয়ার অনুরোধ করেছেন।
The post নোংরা ড্রেনের পাশে প্রাচীন মন্দিরের স্তম্ভ! টুইটারে আক্রোশ প্ৰকাশ করল লোকজন first appeared on India Rag .
from India Rag https://ift.tt/3aPfm6y
Bengali News