-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

নেপালে তৈরি হচ্ছে ভগবান শিবের সবথেকে উঁচু মূর্তি! আধ্যাত্মিকতার বিজ্ঞানকে নজরে রেখে চলছে নির্মাণকার্য

- December 28, 2020


নেপাল (Nepal) এমন একটা দেশ যা অর্থনৈতিক দিক থেকে পুরোপুরি পর্যটন শিল্পের উপর নির্ভরশীল। বিশেষ করে এডভেঞ্চার ট্যুরিজম শব্দের সাথে নেপালের নাম দারুণভাবে জড়িয়ে পড়েছে। পুরো বিশ্ব থেকে লোকজন নেপালের সৌন্দর্য্য দেখার জন্য যাত্রা করেন।

অবশ্য করোনা ভাইরাসের কারণে নেপাল বড়ো ঝটকা পেয়েছেন, নেপালের ট্যুরিজম সেক্টর করোনা ভাইরাসের দরুন বড়োসড়ো ঝটকা পেয়েছে। তবে নেপালোর জনগণ অত্যন্ত পরিশ্রমী হওয়ার কারণে তারা খুব শিঘ্রই আর্থিক পরিস্থিতি সামলে নেবে তা নিয়ে সন্দেহ নেই।

https://platform.twitter.com/widgets.js

ট্যুরিজম সেক্টরকে পুনর্জীবিত করার জন্য এবং বিশ্বের নজর কাড়ার জন্য নেপাল বড়ো নির্মাণকাজ শুরু করেছে। নেপালের পোখরাতে বিশ্বের সবথেকে উঁচু শিবমূর্তি তৈরির সিদ্ধান্ত নিয়েছে। মূর্তি নির্মাণের কাজ প্রায় ৬০% সম্পূর্ণ হয়ে গেছে বলে জানা গেছে।

শিব মূর্তি প্রায় ১০৮ ফুট উঁচু এবং যে বেদীর উপর ভগবান বিরাজমান তা ৫১ ফুট উঁচু। জানিয়ে দি, হিন্দুদের জন্য ১০৮ সংখ্যা খুবই গুরুত্বপূর্ণ। প্রাচীন হিন্দু জ্ঞানে এই সংখ্যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আর সেই হিসেবেই মূর্তির উচ্চতা ১০৮ রাখা হয়েছে। মূর্তি তৈরি সম্পূর্ণ হওয়ার পর এটি নেপালের সবথেকে উঁচু মূর্তি এবং বিশ্বে ভগবান শিবের সবথেকে উঁচু মূর্তিতে পরিণত হবে।

The post নেপালে তৈরি হচ্ছে ভগবান শিবের সবথেকে উঁচু মূর্তি! আধ্যাত্মিকতার বিজ্ঞানকে নজরে রেখে চলছে নির্মাণকার্য first appeared on India Rag .



from India Rag https://ift.tt/3aInJRo
Bengali News
 

Start typing and press Enter to search