বাংলার রাজনীতির উপর এখন নজর পুরো দেশের। আসাউদ্দিন ওয়াইসির পার্টি বাংলার ভোটে প্রার্থী দেওয়ার ঘোষণা করে দিয়েছে। যারপর রীতিমতো চাপে পড়েছে তৃণমূল। আর এই চাপ এবার স্পষ্ট ফুটে উঠল মমতা ব্যানার্জীর মুখে।
জলপাইগুড়ির সভা থেকে মমতা ব্যানার্জী বিজেপি ও AIMIM দুই পার্টিকে এক হাতে নেন। বিজেপি টাকা দিয়ে হায়দ্রাবাদের একটা পার্টিকে বাংলায় এনেছে বলে মন্তব্য করেন মমতা ব্যানার্জী। মুখ্যমন্ত্রী বলেন, বিজেপির টাকায় ওরা নির্বাচনে লড়াই করে। হিন্দু মুসলিম ভোট ভাগাভাগি করে নেওয়ার জন্য এই রাজনীতি।
মমতা ব্যানার্জী আরো বলেন, বিজেপি হিন্দু ভোট নেবে ওরা মুসলিম ভোট নেবে তাহলে আমি কি কাঁচকলা খাব? জানিয়ে দি, আসাউদ্দিন ওয়াইসির পার্টি মুর্শিদাবাদ, মালদহ, দক্ষিণ ২৪ পরগনার মতো জেলাগুলিতে সংগঠন শক্তিশালী করছে।
এমতো অবস্থায় বিজেপিও লাগাতার নিজের শক্তি বৃদ্ধি করছে। একের পর এক তৃণমূল বিধায়ক বিজেপিতে যোগদান করে তৃণমূলকে চাপে ফেলেছে। যার দরুন তৃণমূলের মধ্যে এক স্বাভাবিক অস্থিরতা তৈরি হয়েছে।
The post হিন্দু ভোট বিজেপিতে, সংখ্যালঘু ভোট ওরা নেবে, আমি কি কাঁচকলা খাব?: মমতা ব্যানার্জী first appeared on India Rag .
from India Rag https://ift.tt/3nzf7jL
Bengali News